Samajwadi Party MP

বিদ্যুৎ চুরি! সমাজবাদী পার্টির সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল যোগীর পুলিশ

সাংসদের আইনজীবী কাসিম জামালের দাবি, জিয়াউরের বাড়িতে মাত্র চার জন সদস্য রয়েছেন। তাঁর বোনেদের বিয়ে হয়ে গিয়েছে। বেশি বিদ্যুৎ খরচের দাবি উড়িয়ে দিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৯:১৭
Share:

সম্ভলের সাংসদ জিয়াউর রহমান বর্ক। ছবি: সংগৃহীত।

বিদ্যুৎ চুরির অভিযোগ উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদের বিরুদ্ধে। সেই অভিযোগে সম্ভলের সাংসদ জিয়াউর রহমান বর্কের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে যোগী আদিত্যনাথ সরকারের পুলিশ। রাজ্য বিদ্যুৎ পর্ষদের দাবি, যত লোডের বৈদ্যুতিক সংযোগ নেওয়া হয়েছে বাড়িতে, তার থেকে আট গুণ বেশি বিদ্যুৎ খরচ করছেন সাংসদের পরিবার। এর পরেই জিয়াউরের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ পর্ষদ। যদিও সাংসদের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Advertisement

উত্তরপ্রদেশ বিদ্যুৎ পর্ষদ জানিয়েছে, দুই কিলোওয়াটের মিটার নিয়েছিলেন জিয়াউর। অথচ তাঁর বাড়িতে খরচ হচ্ছে ১৬.৫ কিলোওয়াট বিদ্যুৎ। যদিও সাংসদের পরিবারের তরফে দাবি করা হয়েছে, বাড়িতে দু’টি দুই কিলোওয়াটের মিটার রয়েছে। পাশাপাশি, ১০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্যানেল রয়েছে। পাঁচ কিলোওয়াটের একটি জেনারেটরও রয়েছে। সাংসদের আইনজীবী কাসিম জামালের দাবি, জিয়াউরের বাড়িতে মাত্র চার জন সদস্য রয়েছেন। তাঁর বোনদের বিয়ে হয়ে গিয়েছে। তাঁরা কেউ বাড়িতে থাকেন না। বেশি বিদ্যুৎ খরচের দাবি উড়িয়ে দিয়েছেন তিনি।

বিদ্যুৎ পর্ষদের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার ভিকে গুপ্ত দাবি করেছেন, জিয়াউরের বাড়ির সেই সৌরবিদ্যুতের প্যানেল খারাপ হয়ে গিয়েছে। তার পরেও প্রচুর বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে সেখানে। বিদ্যুৎ পর্ষদের আরও দাবি, তাদের যে দুই আধিকারিক সাংসদের বাড়িতে তদন্ত করতে গিয়েছিলেন, তাঁদের হুমকি দেওয়া হয়েছে। সাংসদের বাবা মামলুক উর রহমান হুমকি দিয়েছেন। তাঁর বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছে রাজ্য বিদ্যুৎ পর্ষদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement