টোটা রায় চৌধুরী, অনেকের কাছে তিনি প্রিয়, কেউ আবার তাঁকে ফেলুদা হিসেবে মানতে নারাজ। তিনি অবশ্য মনে করেন সব দর্শককে তিনি খুশি করতে পারবেন না। তাঁর দাবি, ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এ তিনি হাত খুলে খেলেছেন। সৃজিত মুখোপাধ্যায়ের ফেলুদাকে নিয়ে আনন্দবাজার অনলাইন পৌঁছে গিয়েছিল সত্যজিতের ফেলুদার পাড়া রজনী সেন রোডে। ফেলুদার নস্টালজিয়া থেকে শুরু করে কেরিয়ার জার্নি, ডায়েট, সব নিয়ে একান্ত আলাপচারিতায় ফেলুদা টোটা।