প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর জন্মশতবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে সমাধিস্থল ‘শক্তিস্থল’-এ ছিল কংগ্রেসের তাবড় নেতা-কর্মীদের ভিড়। এ দিন শক্তিস্থলে যান কংগ্রেস সভাপতি সনিয়া গাঁধী, সহ-সভাপতি রাহুল গাঁধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। টুইট করে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্দিরা গাঁধীকে নিয়ে সরকারের পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও টুইটারে জানিয়েছেন তিনি। নরেন্দ্র মোদী বলেন, ‘‘দেশ এবং জাতির অগ্রগতির জন্য ইন্দিরা গাঁধীর যে অবদান রয়েছে, সেটা দেখানোই ওই অনুষ্ঠানের মুখ্য বিষয় হবে।’’
এ দিন ইন্দিরা গাঁধীর জন্মশতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে যুব কংগ্রেস। ‘মা তুঝে সালাম’ নামে একটি জাতীয় কনভেনশনের আয়োজন করা হয়েছে। এক নজরে দেখে নিন ইন্দিরা গাঁধীর জন্মশতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানানোর কিছু ঝলক-
ছবি: প্রেম সিংহ।
আরও পড়ুন: কার্ড চলে না ক্যান্টিনে, সংসদে খাবেন? নগদ আছে তো!