sonia gandhi

Sonia Gandhi: আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে, তবে... , ‘চিন্তন শিবির’ শুরুর আগে কী বার্তা দিলেন সনিয়া?

সোমবার নয়াদিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন সনিয়া-সহ দলের শীর্ষ নেতৃত্ব।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২৩:০৮
Share:

ছবি: পিটিআই।

কংগ্রেসে আত্মসমালোচনার প্রয়োজনীতায় জোর দিলেন দলের অন্তর্বর্তিকালীন সভানেত্রী সনিয়া গাঁধী। যদিও ভারসাম্য বজায় রেখেই তা করা উচিত বলে মত সনিয়ার। রাজস্থানের উদয়পুরে আসন্ন ‘চিন্তন শিবিরে’র আগে দলীয় নেতা-নেত্রীদের উদ্দেশে এই বার্তাই দিলেন সনিয়া।

সোমবার নয়াদিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন সনিয়া-সহ দলের শীর্ষ নেতৃত্ব। তাতে সনিয়ার বার্তা, দলের অন্দরে আত্মসমালোচনার প্রয়োজনীয়তা রয়েছে। তবে তা এমন ভাবে করা উচিত নয় যাতে দলীয় নেতা-নেত্রীদের আত্মবিশ্বাস টলে যায় বা মনোবল ক্ষুণ্ণ হয়।

Advertisement

সোমবারের বৈঠকে সনিয়া ছাড়াই উপস্থিত ছিলেন রাহুল গাঁধী। দলের নেতা-নেত্রীদের উদ্দেশে নিজের ভাষণে সনিয়া বলেন, ‘‘গত বৈঠকে আমরা চিন্তন শিবির আয়োজনের কথা ঘোষণা করেছিলাম। উদয়পুরে ১৩-১৫ মে ওই শিবিরে প্রায় ৪০০ জন সহকর্মী অংশগ্রহণ করবেন। তাঁদের মধ্যে বেশির ভাগই বিভিন্ন পদে রয়েছেন। আমরা যাতে প্রতি ক্ষেত্রেই ভারসাম্য বজায় রেখে প্রতিনিধিত্ব করতে পারি, তার চেষ্টা করতে হবে।’’

সনিয়া জানিয়েছেন যে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ব্যবস্থার পাশাপাশি দলীয় সংগঠন, কৃষক বা যুবসমাজের সমস্যাগুলি তুলে ধরতে ছ’টি গোষ্ঠী তৈরি করা হবে। ‘চিন্তন শিবিরে’র শেষ দিনে অর্থাৎ ১৫ মে ‘নবসংকল্প’ গ্রহণ করবে কংগ্রেস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement