ছবি: পিটিআই।
শাহিনবাগে ‘বেআইনি দখলদারি’র উচ্ছেদ-অভিযান স্থগিত রাখার আবেদন করে সুপ্রিম কোর্টের ধমক খেল সিপিএম। শীর্ষ আদালতের প্রশ্ন, এই আবেদন নিয়ে কেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজনৈতিক দল? সেই সঙ্গে সিপিএমের প্রতি আদালতের কড়া প্রতিক্রিয়া— ‘‘হয় আবেদন প্রত্যাহার করুন নয়তো আমরাই তা খারিজ করব!’’
বাম দলটির শাহিনবাগে অভিযান স্থগিত করার আবেদন শুনতে রাজি নয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের কাছে ওই লিখিত আবেদনে সিপিএমের দাবি ছিল, ‘আগামী অন্তত দু’দিনের জন্য শাহিনবাগে উচ্ছেদ—অভিযান স্থগিত করুন।’ তবে এতেই চটে যায় সুপ্রিম কোর্ট। সিপিএমকে আদালতের মন্তব্য, ‘‘এ নিয়ে কেন সরাসরি সুপ্রিম কোর্টে এসেছেন? হাই কোর্টে যান!’’ শেষমেশ এই আবেদন খারিজ করে বিচারপতিদের কড়া প্রতিক্রিয়া, ‘‘আপনারা হাই কোর্টেও যাননি। সরাসরি সুপ্রিম কোর্টে চলে এসেছেন। এটা কী? একটি রাজনৈতিক দল এখানে এসে বলবে, আমরা কী করব? শাহিনবাগ নিয়ে আপনাদের কথা মতো কাজ হবে না!’’
প্রসঙ্গত, সোমবার সকালে বিজেপি শাসিত দক্ষিণ দিল্লি পুরনিগম (এসডিএমসি) কর্তৃপক্ষ শাহিনবাগে বেআইনি দখলদারির বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালান। কড়া পুলিশি প্রহরা সত্ত্বেও ওই অভিযান ঘিরে ধুন্ধুমার বাধে। বুলডোজারের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রতিবাদীরা।