sonia gandhi

Sonia Gandhi: তিন মাসে দু’বার! আবারও করোনায় আক্রান্ত কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী

গত তিন মাসে এই নিয়ে দু’বার করোনায় সংক্রমিত হলেন কংগ্রেসের অন্তর্বর্তিকালীন সভাপতি সনিয়া গাঁধী, জানালেন জয়রাম রমেশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২২ ১২:৪২
Share:

ফাইল চিত্র।

আবারও করোনায় আক্রান্ত হলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। গত তিন মাসে এই নিয়ে দু’বার করোনায় সংক্রমিত হলেন কংগ্রেসের অন্তর্বর্তিকালীন সভাপতি।

Advertisement

সনিয়ার করোনায় সংক্রমিত হওয়ার খবর জানিয়েছেন এআইসিসি-র সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। এর আগে গত জুন মাসেও করোনায় সংক্রমিত হয়েছিলেন সনিয়া। সেই সময় তাঁকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

কোভিড সংক্রমণের জেরে সনিয়ার নাক দিয়ে রক্তক্ষরণ হয় বলে জানিয়েছিলেন জয়রাম রমেশ। তাঁর শ্বাসযন্ত্রের নিম্নাংশে ছত্রাক সংক্রমণের খবরও জানা গিয়েছিল। সম্প্রতি ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়াকে বেশ কয়েক বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement