সনিয়া গাঁধী ও নরেন্দ্র মোদী।
লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত এবং চিনের সেনাবাহিনীর সংঘর্ষ এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করল কংগ্রেস। বুধবার এক ভিডিয়ো বার্তায় মোদী সরকারের উদ্দেশে একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গাঁধী। সীমান্তে ‘চিনা আগ্রাসন’-এর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কী ব্যবস্থা নিচ্ছে তা জানানোর দাবি তুলেছেন সনিয়া। পাশাপাশি এই সঙ্কটের মুহূর্তে সেনা, সেনার পরিবার এবং সরকারের পাশে কংগ্রেস রয়েছে বলে আশ্বাস দিয়েছেন। এমন চ্যালেঞ্জের মুখে গোটা দেশ এক জোট হয়ে লড়বে বলেও আশাপ্রকাশ করেছেন সনিয়া।
এ দিন ভিডিয়ো বার্তার শুরুতেই নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সনিয়া বলেন, ‘‘চিন সীমান্তে ভারতীয় সেনার শহিদ হওয়ার ঘটনা গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছে। ওই বীর সৈনিকদের আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। এর সঙ্গে এ-ও প্রার্থনা করি ওই শহিদদের পরিবার যেন এই দুঃখ সহ্য করবার মানসিক শক্তি অর্জন করতে পারেন।’’
ভিডিয়ো বার্তার এর পরবর্তী অংশ জুড়ে ধাপে ধাপে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন সনিয়া। তাঁর অভিযোগ, গত দেড় মাস ধরে চিনা সেনা লাদাখে ভারতীয় সীমার মধ্যে ঢুকে রয়েছে। এই সূত্রেই তিনি দাবি তুলেছেন, ‘‘প্রধানমন্ত্রীর প্রকাশ্যে বলা উচিত চিন কী ভাবে আমাদের দেশের ভূখণ্ড কব্জা করল।’’
আরও পড়ুন: গলওয়ান থেকে শিক্ষা, চিন সীমান্তে রণকৌশল বদলাচ্ছে সেনা
লাদাখ কাণ্ড নিয়ে মোদী সরকারকে এক ঝাঁক প্রশ্নের মুখেও ফেলে দিয়েছেন সনিয়া। কেন্দ্রীয় সরকারের কাছে তাঁর জিজ্ঞাসা, ‘‘সেনাদের শহিদ হতে হল কেন? ওই এলাকার বর্তমান পরিস্থিতি কী? সেনা আধিকারিক বা সেনা কি এখনও নিখোঁজ? কত জন সেনা আধিকারিক ও সেনা গুরুতর ভাবে জখম হয়েছেন? চিন কোথায় কোথায় ভারতীয় ভূখণ্ড দখল করে রেখেছে? এর প্রেক্ষিতে কী নীতি গ্রহণ করেছে ভারত সরকার? কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?’’
সনিয়া আশ্বাস দিয়েছেন, এমন সঙ্কটের মুহূর্তে সেনা, সেনার পরিবার ও সরকারের পাশে আছে কংগ্রেস। এই সূত্রেই বলেছেন, ‘‘প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানাচ্ছি, উনি দেশবাসীর সামনে আসুন এবং সত্য ও তথ্য সামনে রেখে দেশকে ভরসা দিন।’’
আরও পড়ুন: কথাবার্তা চলছে, আমরা আর কোনও সংঘর্ষ চাই না, বলল বেজিং
লাদাখের ঘটনা নিয়ে বুধবার প্রথম প্রতিক্রিয়া দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সংক্ষিপ্ত ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘‘ভারত শান্তি চায়। কিন্তু কেউ প্ররোচনা দিলে, যে কোনও পরিস্থিতিতে তার উপযুক্ত জবাব দিতেও প্রস্তুত।’’ লাদাখ ইস্যু নিয়ে শুক্রবার বিকেল ৫টায় সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। এ দিনই তা টুইট করে জানিয়ে দেয় প্রধানমন্ত্রীর দফতর। ওই বৈঠকে লাদাখের পরিস্থিতি নিয়ে সনিয়ার এ দিনের তোলা প্রশ্ন গুলি ফের এক বার উঠতে চলেছে বলেই মনে করা হচ্ছে।