গ্রেফতার সোনি সোরি

শাসনের অনুমতি না নিয়েই ওই বৈঠকের আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ তুলে সোরিকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

সংবাদসংস্থা

রায়পুর শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৯ ০১:৫৬
Share:

সোনি সোরি। ফাইল চিত্র

ছত্তীসগঢ়ের দান্তেওয়াড়া জেলার নাকুলনার গ্রামের বাসিন্দাদের নিয়ে একটি জনসভায় যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার ঠিক কয়েক ঘণ্টা আগেই আদিবাসী নেত্রী সোনি সোরিকে গ্রেফতার করল রাজ্য পুলিশ। আদিবাসীদের দাবি, বস্তার সম্প্রদায়ের একদল ‘নিরপরাধ’ গ্রামবাসীর জেল থেকে মুক্তির দাবি নিয়ে ওই সভার আয়োজন করা হয়েছিল। প্রশাসনের অনুমতি না নিয়েই ওই বৈঠকের আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ তুলে সোরিকে গ্রেফতার করে পুলিশ। যদিও অনুষ্ঠানে দান্তেওয়াড়ার জেলাশাসকের অনুমতি ছিল বলেই আদিবাসীদের তরফে দাবি করা হয়েছে। পুলিশের দাবি, জোর করে সোরিকে তুলে নিয়ে যাওয়া হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement