(বাঁ দিকে) অভিযুক্ত প্রজ্বল শেট্টি। দুর্ঘটনার মুহূর্ত (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
বেঙ্গালুরুর রাস্তায় বাইকে ধাক্কা দিল এসইউভি। ধাক্কার অভিঘাতে বাইক থেকে ছিটকে পড়ে যান চালক। পরে হাসপাতালে চিকিৎসার সময় তাঁর মৃত্যু হয়েছে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা। অভিযোগ, ঘাতক গাড়ির চালক হলেন কর্নাটকের কংগ্রেস নেতা দেবীপ্রসাদ শেট্টির ছেলে প্রজ্বল শেট্টি। তাঁকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, গ্রেফতারের কিছু সময় পরে জামিন দেওয়া হয়েছে ধৃতকে।
বুধবার ভোর ৫টা নাগাদ ঘটেছে এই দুর্ঘটনা। ওই এলাকার বিভিন্ন বাড়ি, দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ভিডিয়োতে দেখা গিয়েছে, দুরন্ত গতিতে ছুটছিল এসইউভি গাড়িটি। উল্টো দিক থেকে আসা বাইকে ধাক্কা দেয় সেটি (আনন্দবাজার অনলাইন ভিডিয়োর সত্যতা যাচাই করেনি)।
বাইকে সওয়ার মহম্মদ হুসেনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর বয়স ৩৯ বছর। বৃহস্পতিবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তার পরেই প্রজ্বলকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, গ্রেফতারির কিছু ক্ষণ পরে তাঁকে জামিন দেওয়া হয়। প্রজ্বলের বাবা দেবীপ্রসাদ উদুপির বেলাপুর গ্রামের প্রভাবশালী কংগ্রেস নেতা বলে পরিচিত।
গত মাসে ম্যাঙ্গালুরুতে গাড়ি ধাক্কায় প্রাণ হারান পথচারী এক মহিলা। আহত হন চার জন। জুলাই মাসে রাইচুর জেলায় গাড়ির ধাক্কায় আহত হন দুই ছাত্র। বার বার গাড়ি দুর্ঘটনার কারণে কর্নাটকে আঙুল উঠেছে পুলিশ এবং প্রশাসনের দিকে। কড়া আইন আনার দাবিও তুলেছেন নাগরিকদের একাংশ।