New Delhi

মাদক কেনার টাকা না দেওয়ায় বাবাকে পিটিয়ে খুন দিল্লিতে! গ্রেফতার অভিযুক্ত

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সুরেশকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫৩
Share:

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রতীকী ছবি।

মাদক কেনার জন্য টাকার প্রয়োজন। তাই বাবার কাছে টাকা চেয়েছিলেন এক যুবক। টাকা দিতে পারবেন না জানালে রাগে বাবাকে পিটিয়ে খুন করেন এক যুবক। বুধবার উত্তর-পশ্চিম দিল্লিতে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুরেশ কুমার। উত্তর-পশ্চিম দিল্লির শকুরপুর গ্রামের বাসিন্দা তিনি।

Advertisement

বুধবার সুরেশের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সুরেশকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ লক্ষ করে, সুরেশের কান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। অবিলম্বে সুরেশকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ ডেপুটি কমিশনার উষা রঙ্গনানি জানিয়েছেন, পুলিশের একটি দল তদন্তে নেমেছে। তদন্তে নেমে তারা জানতে পারে, সুরেশের পুত্র অজয় মাদক কেনার জন্য তাঁর বাবার কাছে টাকা চেয়েছিলেন। সুরেশ টাকা দিতে মানা করায় ঝগড়া শুরু হয় দু’জনের মধ্যে। পরে বাবাকে বেধড়ক মারতে শুরু করেন অজয়। পুলিশ সূত্রে খবর, ভারতীয় আইনের ৩০২ নম্বর ধারা অনুযায়ী খুনের অভিযোগে অজয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আপাতত অজয় পুলিশি হেফাজতে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement