দিল্লিতে কেউ কেউ আমাকে গণতন্ত্র শেখাচ্ছেন, রাহুলকে ঘুরিয়ে তোপ মোদীর

মোদীর কটাক্ষ, এমন এনেক রাজনৈতিক শক্তি আছে যারা গণতন্ত্র নিয়ে বড় বড় কথা বলে, অথচ তারাই এই গণতন্ত্র নিয়ে দ্বিচারিতা করছেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ ১৫:৪০
Share:

নরেন্দ্র মোদী এবং রাহুল গাঁধী। ফাইল চিত্র।

শনিবার জম্মু-কাশ্মীরের জন্য আয়ুষ্মান প্রকল্পের সূচনার পর ঘুরিয়ে কংগ্রেস নেতা রাহুল গাঁধীকে এক হাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুলের নাম না করে মোদী বলেন, “দিল্লিতে এমন অনেকে আছেন, যাঁরা আমাকে সব সময় অপমান করছেন। কটাক্ষ করছেন। আমাকে গণতন্ত্রের পাঠ শেখানোর চেষ্টা করছেন। গণতন্ত্র কাকে বলে জম্মু-কাশ্মীরের জেলা উন্নয়ন পর্ষদের ভোটই তার উদাহরণ।”

Advertisement

মোদীর কটাক্ষ, এমন এনেক রাজনৈতিক শক্তি আছে যারা গণতন্ত্র নিয়ে বড় বড় কথা বলে, অথচ তারাই এই গণতন্ত্র নিয়ে দ্বিচারিতা করছেন। এ ক্ষেত্রে পুদুচেরির প্রসঙ্গও টেনে আনেন তিনি। বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশের পরও পুদুচেরিতে এখনও স্থানীয় প্রশাসনের ভোট হয়নি। অথচ কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার এক বছরের মধ্যেই জম্মু-কাশ্মীরে পঞ্চায়েত পর্যায়ের ভোট হয়েছে।”

সম্প্রতি জম্মু-কাশ্মীরে জেলা উন্নয়ন পর্ষদের ভোট হয়েছে। জম্মুতে বিজেপি ভাল ফল করলেও কাশ্মীরে কিন্তু সে ভাবে সাড়া ফেলতে পারেনি তারা। বিজেপি ৬টি জেলায় জিতেছে। সেখানে কংগ্রেস-সহ ফারুক আবদুল্লার গুপকার জোট ১৩টি জেলায় জিতেছে। মোদী বলেন, ‘‘গণতন্ত্রকে মজবুত করেছে জম্মু-কাশ্মীরের মানুষ। যে ভাবে যুব থেকে প্রবীণ সম্প্রদায় স্বতস্ফূর্ত ভাবে ভোটদানে অংশ নিয়েছেন, তাতে আমি অভিভূত।’’

Advertisement

আরও পড়ুন: আজ বৈঠক কৃষক সংগঠনগুলির, সরকারের প্রস্তাবে সাড়া দেওয়া নিয়ে জল্পনা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement