Crime News

মেয়েকে ‘নির্যাতন’, সেনা জওয়ান জামাইকে গুলি করে খুন জম্মুতে!

পুলিশি জেরার মুখে নিজের অপরাধের কথা স্বীকার করেছেন অভিযুক্ত। কেন এমন কাণ্ড ঘটালেন, তা-ও পুলিশকে জানিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৪ ১৯:০০
Share:

প্রতীকী ছবি।

পারিবারিক অশান্তির জেরে নিজের জামাইকে গুলি করে খুন করলেন শ্বশুর। ঘটনাটি ঘটেছে, জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায়। অভিযুক্তকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম অমিত সিংহ। রিয়াসি জেলার কেম্বল ডাঙা গ্রামের বাসিন্দা অমিত ভারতীয় সেনায় কর্মরত। দিন দু’য়েক আগেই ছুটিতে বাড়ি এসেছিলেন তিনি। শনিবার তাঁর সঙ্গে দেখা করতে মেয়ের শ্বশুরবাড়ি আসেন দৌলত রাম। তিনি গ্রাম প্রতিরক্ষা গার্ডের (ভিডিজি) সদস্য। সেখানেই জামাইয়ের সঙ্গে কথা কাটাকাটির মধ্যেই নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি করে তাঁকে খুন করেন দৌলত।

পুলিশি জেরার মুখে নিজের অপরাধের কথা স্বীকার করেছেন দৌলত। কেন এমন কাণ্ড ঘটালেন, তা-ও পুলিশকে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, অমিতের সঙ্গে তাঁর মেয়ের ঝামেলা দীর্ঘ দিনের। ছুটিতে বাড়ি ফিরেই স্ত্রীকে মারধর করতেন অমিত। শনিবার মেয়ের শ্বশুরবাড়ি দিয়ে গিয়ে দেখেন, অমিতের সঙ্গে ঝামেলা বেধেছে তাঁর স্ত্রীর। মেয়েকে মারধর করছেন দেখে রেগে যান দৌলত। রাগের মাথায় জামাইকে গুলি করেন তিনি।

Advertisement

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। গুরুতর আহত অবস্থায় অমিত এবং মারধরে আঘাতপ্রাপ্ত স্ত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অমিতকে সরকারি মেডিক্যাল হাসপাতালে (জিএমসি) স্থানান্তরিত করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অমিতের। পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement