সাপেদের উঁকিঝুঁকি। ছবি সৌজন্য ফেসবুক।
ঘর থেকে কচিকাঁচারা উঁকি মারছে। কেউ আসছে কি না, সতর্ক নজর সে দিকেই। গলা উঁচু, চোখ স্থির, কেউ মুখ বাড়িয়ে, কেউ মুখটা সামান্য বার করে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে।
না, কোনও মানুষের কথা বলা হচ্ছে না এখানে। সাপেদের পরিবারের কথা বলা হচ্ছে। সপরিবারে তারা গর্ত থেকে মুখ বাড়িয়ে কী যেন মেপে নেওয়ার চেষ্টা করছিল। তীক্ষ্ণ নজর। যদিও বলা হয়, সাপের দৃষ্টি ক্ষীণ। আসলে তাঁরা ইন্দ্রিয়ের মাধ্যমে বুঝে নিতে চাইছে সামনে কোনও বিপদ আছে কি না!
সম্প্রতি একটি ভিডিয়ো নেটমাধ্যমে এসেছে। সামনাসামনি সাপ দেখে ভয় পেলেও, এই ভিডিয়োয় সাপের পরিবার দেখে ভাল লাগতে বাধ্য। সাপের এমন ছবি খুব কমই দেখা যায়। পুরো পরিবার এক সঙ্গে একটি আর একটির প্রায় ঘাড়ে চেপে একই দিকে তাকিয়ে রয়েছে।