ফাইল চিত্র।
জিএসটি নিয়ে মন্তব্য করতে গিয়ে মুখ ফস্কে এমন কথা বলে ফেললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, যে তা নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না বিরোধী শিবিরের নেতারা।
কিন্তু কী এমন বলেছেন সীতারমন? ঘোরদৌড়ের উপর জিএসটি আরোপ করার কথা বলতে গিয়ে ‘হর্স রেসিংয়ের’ বদলে ‘হর্স ট্রেডিং’ (বিধায়ক কেনাবেচা) শব্দ উচ্চারণ করে ফেলেন অর্থমন্ত্রী। যদিও সঙ্গে সঙ্গে ভুল শুধরে নেন সীতারমন।
অর্থমন্ত্রীকে বিঁধে কংগ্রেসের পবন খেরা টুইটারে লিখেছেন, ‘হ্যাঁ, নির্মলাজি, বিধায়ক কেনাবেচার উপর জিএসটি থাকা উচিত।’ কংগ্রেসের আরও এক নেতা বিনীত পুনিয়া টুইট করে লিখেছেন, ‘বিধায়ক কেনাবেচার উপর জিএসটি আরোপ নিয়ে নির্মলা সীতারমনের প্রস্তাবকে স্বাগত জানাচ্ছি।’
সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও এ নিয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘সত্যটা বেরিয়ে গেল? বিধায়ক কেনাবেচার উপর জিএসটি! এগিয়ে চলুন।’