Drowning Death

বেড়াতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু একই পরিবারের ছয় সদস্যের! দাহেজ সৈকত থেকে উদ্ধার দেহ

এখনও ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর। ভারুচের ডিএসপি লীনা পাতিল বলেন, ‘‘একই পরিবারের কয়েক জন সদস্য বেড়াতে এসেছিলেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৩ ১৪:০৫
Share:

সূত্রের খবর, সমুদ্রস্নানে গিয়ে ডুবে যায় একই পরিবারের বেশ কয়েক জন সদস্য। —ফাইল চিত্র।

বেড়াতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হল একই পরিবারের ৬ সদস্যের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে গুজরাতের দাহেজ সমুদ্রসৈকতে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গুজরাতের ভারুচের দাহেজ সমুদ্রসৈকতে বেড়াতে গিয়েছিল একটি পরিবার। তাদের বাড়ি পার্শ্বস্থ একটি গ্রামে। সমুদ্রস্নানে গিয়ে ডুবে যায় একই পরিবারের বেশ কয়েক জন সদস্য। তাঁদের ছয় জনের ডুবে মৃত্যু হয়েছে। মৃতদের দেহ উদ্ধার করেছে পুলিশ।

এখনও ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর। ভারুচের ডিএসপি লীনা পাতিল বলেন, ‘‘একই পরিবারের কয়েক জন সদস্য বেড়াতে এসেছিলেন। তার পরেই এই দুর্ঘটনা ঘটে। দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের শারীরিক পরিস্থিতি এখনও আশঙ্কাজনক।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement