পুরীর জগন্নাথ মন্দির। —ফাইল চিত্র।
পুরীর মন্দিরে দর্শনার্থীদের ভিড় সামলাতে নতুন নিয়ম চালু করছেন মন্দির কর্তৃপক্ষ। ভিড় ঠেলে আর বিগ্রহ দর্শন করা যাবে না। প্রত্যেককে সারিবদ্ধ ভাবে মন্দিরে বিগ্রহ দর্শন করতে হবে। জানুয়ারি মাসেই এই নিয়ম চালু হওয়ার কথা ছিল। তবে মন্দিরের অভ্যন্তরীণ কিছু কাজের জন্য তা পিছিয়ে গিয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে চালু হবে সারিবদ্ধ ভাবে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ দর্শনের নিয়ম। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা সারি করা হচ্ছে।
সারিবদ্ধ ভাবে মন্দির দর্শনের ব্যবস্থায় মোট ছ’টি সারি রাখছেন পুরীর জগন্নাথ ধাম কর্তৃপক্ষ। একটি সারি থাকবে মহিলা এবং শিশুদের জন্য। একটি সারি থাকবে বিশেষ ভাবে সক্ষমদের জন্য। একটি সারি থাকবে প্রবীণদের জন্য। বাকি তিনটি সারি থাকবে পুরুষদের জন্য। প্রতিটি সারিকে ব্যারিকেড দিয়ে অপরটির থেকে পৃথক করা থাকবে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, নাটমন্দিরের কাঠামোর কোনও ক্ষতি না করে ব্যারিকেড বসানোর জন্য তাঁরা ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই) থেকে অনুমতি পেয়েছেন।
এই ব্যবস্থা কার্যকর হয়ে গেলে আর ভিড় ঠেলে বিগ্রহ দর্শন করতে হবে না জগন্নাথ ধামে যাওয়া ভক্তদের। নাটমন্দির থেকে একটি উঁচু জায়গা থেকে বিগ্রহ দর্শনের সুযোগ পাবেন তাঁরা। বিগ্রহ দর্শন করে বার হওয়ার সময়েও পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক পৃথক পথ রাখা হবে। মহিলা, শিশু, প্রবীণ এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য বাহির পথ হিসাবে একটি দ্বার ব্যবহার হবে। পুরুষদের জন্য থাকবে অন্য একটি দ্বার।