Odisha Crime News

জন্মদিন পালন করতে গিয়ে ক্যাফেতেই ধর্ষিতা তরুণী, রেকর্ড করা হল ভিডিয়ো, ধৃত প্রেমিক-সহ ছ’জন

ওড়িশায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তাঁর প্রেমিক-সহ ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে এক নাবালকও। জন্মদিন পালন করতে গিয়ে ধর্ষিতা হন ওই তরুণী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১৭:২১
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

নিজের জন্মদিন পালন করতে গিয়ে ধর্ষিতা হলেন তরুণী। প্রেমিক-সহ ছ’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। তাঁদের গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, ক্যাফে মালিকের সহায়তায় প্রেমিকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভিডিয়োবন্দি করা হয়। তার পর সেই ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে একাধিক বার ধর্ষণ করেন প্রেমিক এবং বাকিরা। অভিযুক্তদের তালিকায় রয়েছে এক নাবালকও। ধর্ষণের ভিডিয়োও রেকর্ড করা হয়েছে বলে অভিযোগ।

Advertisement

ঘটনাটি ওড়িশার কটকের। পুলিশকে অভিযোগকারিণী জানিয়েছেন, দশেরার সময়ে প্রেমিকের সঙ্গে নিজের জন্মদিন উদ্‌যাপন করতে একটি ক্যাফেতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, ক্যাফে মালিকের সাহায্য নিয়ে তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো রেকর্ড করা হয়। তার পর সেই ভিডিয়ো দেখিয়ে ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া হয় তরুণীকে। প্রেমিক-সহ আরও কয়েক জন একাধিক বার তাঁকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। গত ৪ নভেম্বর থানায় গিয়ে এই সংক্রান্ত অভিযোগ দায়ের করেন তরুণী।

কটকের ডিসিপি জগমোহন মীনা জানিয়েছেন, তরুণীর প্রেমিক, ক্যাফে মালিক এবং এক কিশোর-সহ মোট ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা ছাড়াও তথ্যপ্রযুক্তি আইন এবং তফসিলি জাতি উপজাতি আইনে মামলা রুজু করা হয়েছে তাঁদের বিরুদ্ধে। তাঁদের মোবাইল থেকে ভিডিয়ো উদ্ধার করেছেন তদন্তকারীরা। তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার দৃষ্টান্ত দিয়ে সকল মহিলাকে আশ্বস্ত করেছেন ডিসিপি। তাঁর বক্তব্য, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কাউকে ব্ল্যাকমেল করা হলে ভয় না পেয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে হবে মহিলাদের। তবেই ফল পাওয়া যাবে। অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করবে প্রশাসন, আশ্বাস তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement