ফাইল চিত্র।
সিধু মুসে ওয়ালা হত্যায় আরও এক শার্পশ্যুটারকে পাকড়াও করল পঞ্জাব পুলিশ। গায়ক ও কংগ্রেস নেতা সিধুকে খুনের অভিযোগে হরকমল রানু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত যুবক ভাতিন্ডা জেলার বাসিন্দা।
বৃহস্পতিবার সিধু হত্যাকাণ্ডে কেশব নামে আর এক শার্পশ্যুটারকে গ্রেফতার করেছিল পুলিশ। গত ২৯ মে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে আততায়ীদের গুলিতে নিহত হন সিধু। খুনের দিন সন্দীপ সিং ওরফে কেকদার সঙ্গে দেখা গিয়েছিল কেশবকে। খুনের ঠিক আগেই পঞ্জাবি গায়কের সঙ্গে নিজস্বী তুলেছিলেন সন্দীপ। আগেই সন্দীপকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গত ২৯ মে সিধুর বাড়ি ও সংলগ্ন এলাকায় রেইকি চালাতে কেশবকে সাহায্য করেছিলেন সন্দীপ। হত্যাকারীদের অস্ত্র সরবরাহ করেছিলেন বলে অভিযোগ উঠেছে কেশবের বিরুদ্ধে। তাঁর সহযোগী চেতনকে আগেই গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে, সিধু মুসে ওয়ালাকে হত্যায় দায় স্বীকার করেছেন গ্যাংস্টার গোল্ডি ব্রার। ওই গ্যাংস্টারের বিরুদ্ধে রেড কর্নার নোটিস (আরসিএন) জারি করেছে ইন্টারপোল। খুনের ঘটনায় গোল্ডি ব্রার দায় স্বীকারের পর থেকেই তাঁকে হেফাজতে নিতে চেষ্টা চালাচ্ছে পঞ্জাব পুলিশ। গোল্ডিকে হেফাজতে নিতে রেড কর্নার নোটিস জারির জন্য সিবিআই-এর কাছে আবেদন করেছিল পঞ্জাব পুলিশ।
চলতি বছরের শুরুতে পঞ্জাব বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন সিধু। আম আদমি পার্টির প্রার্থী বিজয় সিংলার কাছে ৬৩ হাজার ভোটের ব্যবধানে হেরে যান পঞ্জাবি গায়ক।