Indian Railway

ট্রেনের টিকিট কাটা যাবে না, সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকবে আসন সংরক্ষণ, দিন ও সময় জানাল রেল

পিআরএস-এর তথ্যভান্ডারে কাজ চলার জন্য ভারতীয় রেলের পূর্বাঞ্চলীয় শাখার কোনও জোনেই আগামী শনিবার রাত ১১টা ৪৫ থেকে রবিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত আসন সংরক্ষণ করা যাবে না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ ১৭:৫৫
Share:

প্রতীকী ছবি।

‘প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম’ (পিআরএস)-এর তথ্যভান্ডারে কাজ চলার জন্য ভারতীয় রেলের পূর্বাঞ্চলীয় শাখার কোনও জোনেই আগামী ২৪ সেপ্টেম্বর (শনিবার) রাত ১১টা ৪৫ থেকে ২৫ সেপ্টেম্বর (রবিবার) ভোর সাড়ে ৫টা পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আসন সংরক্ষণ করা যাবে না। বৃহস্পতিবার একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তীর তরফে এই কথা জানানো হয়।

Advertisement

নির্ধারিত সময়ের মধ্যে যাত্রীরা ইন্টারনেট বা নিয়ম মোতাবেক অন্য কোনও উপায়ে আসন সংরক্ষণ করতে পারবেন না। আসন সংরক্ষণ, ট্রেনের সূচি-সহ অন্য কোনও বিষয়ে অনুসন্ধানও করতে পারবেন না। শুধু পূর্ব রেল নয়, পূর্বাঞ্চলীয় শাখার অন্তর্গত দক্ষিণ-পূর্ব রেল, পূর্ব উপকূল রেল, দক্ষিণ-পূর্ব মধ্য রেল, উত্তর সীমান্ত রেলের ক্ষেত্রেও এই বিধিনিষেধ বলবৎ থাকবে। যাত্রীদের অসুবিধার জন্য আগাম দুঃখপ্রকাশ করেছেন ভারতীয় রেল কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement