Reliance Jio Annual Shareholders Meeting

রিলায়েন্সের সভার মহামঞ্চেই বাণিজ্য দুনিয়ায় ‘অভিষেক’ শ্লোকার

এ বার বাণিজ্য দুনিয়ায় অভিষেকও ঘটিয়ে ফেললেন অম্বানি পরিবারের নবতম সদস্যা শ্লোকা মেটা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানির হবু পুত্রবধূ তথা আকাশ অম্বানির হবু স্ত্রী। বৃহস্পতিবার সংস্থার শেয়ার হোল্ডারদের বার্ষিক সভায় তাঁকে দেখা গেল অম্বানি পরিবারের সদস্যদের সঙ্গে সামনের সারিতে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৮ ২১:৩৫
Share:

শ্লোকা মেটা। ছবি সৌজন্যে: ফেসবুক।

কয়েক দিন আগেই রাজকীয় প্রি এনগেজমেন্ট এবং এনগেজমেন্ট পার্টি হয়েছে। আর এ বার বাণিজ্য দুনিয়ায় অভিষেকও ঘটিয়ে ফেললেন অম্বানি পরিবারের নবতম সদস্যা শ্লোকা মেটা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানির হবু পুত্রবধূ তথা আকাশ অম্বানির হবু স্ত্রী। বৃহস্পতিবার সংস্থার শেয়ার হোল্ডারদের বার্ষিক সভায় তাঁকে দেখা গেল অম্বানি পরিবারের সদস্যদের সঙ্গে সামনের সারিতে।

Advertisement

গত সপ্তাহেই বাণিজ্যনগরীর সেলেব দুনিয়া সরগরম ছিল শ্লোকা ও আকাশের প্রি-এনগেজমেন্ট এবং এনগেজমেন্ট পার্টি নিয়ে। সেই পার্টিতে দেখা গিয়েছে ক্রিকেট, বলিউড, বাণিজ্য থেকে সব জগতের সেরার সেরাদের। তার রেশ এখনও কাটেনি।
সপ্তাহ ঘুরতেই এ বার সরগরম বাণিজ্য দুনিয়া। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার হোল্ডারদের ৪১তম বার্ষিক সভা। আর সেই মঞ্চেই বাণিজ্য দুনিয়ায় পা রাখলেন ‘বিলিয়নিয়ার বহু’। এ দিন মুকেশ অম্বানি ও তাঁর স্ত্রী নীতা ও ছোট ছেলে অনন্তের সঙ্গে একটি গাড়িতে সভাস্থলে আসেন শ্বেতা। তাঁদের পিছনেই অন্য গাড়িতে আসেন আকাশ ও তাঁর বোন ইশা অম্বানি।

এর পর সভামঞ্চের ভিতরে পাশাপাশি বসেন মুকেশ অম্বানির মা কোকিলা বেন, আকাশ, ইশা, শ্লোকা এবং অনন্ত। দেশের সবচেয়ে ধনী পরিবারের নববধূ সভায় প্রায় সারা ক্ষণই অম্বানি পরিবারের ঘনিষ্ঠ বৃত্তেই বসে রইলেন। তবে মঞ্চে ওঠেননি তিনি। শেয়ার হোল্ডারদের প্রশ্নোত্তর পর্বের সময় ইশা অম্বানির সঙ্গে বেরিয়ে যেতে দেখা যায় শ্লোকাকে।

Advertisement

আরও পড়ুন: জিও’র ধামাকা! ব্রডব্যান্ডেও নতুন পরিষেবা গিগা ফাইবার

আরও পড়ুন: ছেলের এনগেজমেন্টে তাক লাগালেন নীতা!

রোজি ব্লু ডায়মন্ডের কর্ণধার রাসেল মেটার ছোট মেয়ে মুম্বইয়ের ধীরুভাই অম্বানি স্কুলে পড়াশোনা করেছেন। বছর সাতাশের শ্লোকা নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রোপলজির স্নাতক। লন্ডন স্কুল অব ইকনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে আইনে স্নাতকোত্তর পাশ করে বাবার ব্যবসার হাল ধরেছিলেন। ফলে বাণিজ্য দুনিয়ায় তিনি নতুন না হলেও অম্বানি পরিবারের সদস্য হিসেবে এই প্রথম রিলায়েন্সের কোনও বাণিজ্যিক অনুষ্ঠানে তাঁকে প্রথম দেখা গেল। বার্ষিক সভায় মুকেশ অম্বানির জিও ফোন-টু এবং নতুন ব্রডব্যান্ড পরিষেবার ঘোষণার পাশাপাশি বাণিজ্য দুনিয়ার নজর ছিল শ্লোকার উপরেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement