মহারাষ্ট্রে আরও সুর চড়াচ্ছে শিবসেনা

বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলতে আগামিকাল দিল্লি যাচ্ছেন ফডণবীস।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৯ ০১:৫৩
Share:

ছবি: পিটিআই।

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে জট কাটেনি। ৫০-৫০ ফর্মুলায় শিবসেনা অনড়। তাদের দাবি, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা তারা জোগাড় করতে পারবে। শীঘ্রই সরকার গঠন করা সম্ভব হবে বলে আজ আশাপ্রকাশ করছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস। তিনি অবশ্য শিবসেনার দাবি মেনে নেওয়ার কোনও ইঙ্গিত দেননি। সূত্রের খবর, অচলাবস্থা কাটাতে পর্দার আড়ালে আলোচনা চালাচ্ছে বিজেপি-শিবসেনা নেতৃত্ব।

Advertisement

বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলতে আগামিকাল দিল্লি যাচ্ছেন ফডণবীস। আগামিকালই বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর। এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গেও তাঁর বৈঠকের কথা।

মহারাষ্ট্রের রাজ্যপালের অফিসের তরফে জানানো হয়েছে, আগামিকাল শিবসেনা নেতা সঞ্জয় রাউতের নেতৃত্বে একটি দল রাজ্যপালের সঙ্গে দেখা করবে। সূত্রের খবর, রাজ্যপালের কাছে শিবসেনা আবেদন জানাতে পারে, সরকার গঠনের জন্য বৃহত্তম দলকে ডাকা হোক। ৮ নভেম্বর মহারাষ্ট্রে চলতি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তার আগে সরকার গঠনের জন্য চাপ তৈরি করছে শিবসেনা। যাতে সাংবিধানিক সঙ্কট তৈরি না হয়।

Advertisement

আরও পড়ুন: ‘কালা কানুন’ অস্ত্র কেন, বিতর্ক বামেই

সঞ্জয় দলীয় মুখপত্রে লিখেছেন, ‘‘বিজেপি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হলে শিবসেনা সরকার গঠনের দাবি জানাবে। কংগ্রেস, এনসিপি ও অন্যদের নিয়ে সরকার গড়লে আসন সংখ্যা ১৭০ হবে। সে ক্ষেত্রে মুখ্যমন্ত্রী হবেন শিবসেনা থেকেই।’’ আজ ঔরঙ্গাবাদে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে সাংবাদিকদের বলেন, ‘‘মহারাষ্ট্রের মানুষ খুব দ্রুত জানতে পারবেন, আমরা সরকার গড়ছে কি না।’’ টুইট করেও বিজেপিকে খোঁচা দিতে ছাড়েননি সঞ্জয়। ওয়াসিম বরেলভির একটি জনপ্রিয় ‘কপলেট’ ব্যবহার করে তাঁর টুইট, ‘‘উসুলো পর জব আঁচ আয়ে, টকরানা জরুরি হ্যায়। যো জিন্দা হো তো ফির জিন্দা নজর আনা জরুরি হ্যায়’’। সরকার গঠন নিয়ে অচলাবস্থা সম্পর্কে ফডণবীস আজ বলেছেন, ‘‘শীঘ্রই জটিলতা কাটবে। রাজ্যবাসীর স্বার্থে প্রত্যেকেই কাজ করছেন। খুব তাড়াতাড়ি সরকার গঠিত হবে।’’

এনসিপি নেতা অজিত পওয়ারকে একটি টেক্সট মেসেজ করেছেন সঞ্জয়। সাংবাদিকদের আজ অজিত সেই মেসেজটি দেখিয়েছেন, তাতে লেখা ছিল, ‘‘নমস্কার, আমি সঞ্জয় রাউত। জয় মহারাষ্ট্র।’’ এনসিপি নেতা বলেন, ‘‘বৈঠকে ছিলাম বলে মেসেজের উত্তর দিতে পারিনি। কেন মেসেজ করেছেন জানি না। আমি ওঁকে ফোন করব।’’

সূত্রের খবর, দিন কয়েক আগে উদ্ধবের কাছে দূত পাঠিয়ে ফডণবীস পাল্টা ৫০-৫০ ফর্মুলা দিয়েছেন। বলা হয়েছে, ওই ফর্মুলায় দফতর বণ্টন হবে। শিবসেনা নাকি ওই প্রস্তাবে রাজি। পাল্টা শর্তে তারা বলেছে, কেন্দ্রে তাদের এক জন পূর্ণমন্ত্রী ও এক জনকে প্রতিমন্ত্রী করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement