Red Fort

Red Fort: মোদীর ভাষণে বিক্ষোভের আশঙ্কা, ১৫ অগস্টের আগে অভিনব ভাবে ঘিরে ফেলা হচ্ছে লালকেল্লা

প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিল হিংসাত্মক আকার ধারণ করলে, তার আঁচ পড়ে লালকেল্লায়। দেওয়াল তুলে তার পুনরাবৃত্তি আটকানোর চেষ্টা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২১ ১৩:৩৮
Share:

লালকেল্লা ঘিরে ফেলার কাজ চলছে। ছবি: রয়টার্স।

কৃষক আন্দোলনের আঁচ এখনও কমেনি। তাই স্বাধীনতা দিবসে নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না দিল্লি পুলিশ। ওই দিন লালকেল্লায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা যাতে কোনও রকম ভাবে বিঘ্নিত না হয়, তার জন্য শিপিং কন্টেনার বসিয়ে উঁচু দেওয়াল তুলে ঘিরে ফেলা হচ্ছে লালকেল্লা। স্বাধীনতা দিবসের আগে সুন্দর আল্পনা এঁকে কন্টেনারগুলি সাজিয়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

Advertisement

এর আগে, ২৬ জানুয়ারি রাজধানীতে কৃষক আন্দোলনের আঁচ পড়েছিল লালকেল্লায়। কেন্দ্রীয় আইনের বিরোধিতায় যে ট্র্যাক্টর মিছিল শুরু হয়, মুহূর্তের মধ্যে তা হিংসাত্মক আকার ধারণ করে। লালকেল্লার সামনের খুঁটিতে উঠে নিশান সাহিবের পতাকা টাঙিয়ে দেন বিক্ষোভকারীরা। পুলিসের সঙঅগে সঙ্ঘর্ষ চলাকালীন প্রাণহানিও ঘটে।

সে বার দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তাই এ বার নিরাপত্তায় কোনও খামতি রাখা হচ্ছে না। শুধু তাই নয়, কাশ্মীরে বায়ুসেনার ঘাঁটিতে ড্রোন হামলার বিষয়টিও মাথায় রাখা হচ্ছে বলে দিল্লি পুলিশের একটি সূত্র জানিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement