Police Superintendent

আট মাসের অন্তঃসত্ত্বা, সেই অবস্থায় দিনরাত এক করে কাজ সামলাচ্ছেন পুলিশ সুপার নিবেদিতা

আট মাসের অন্তঃসত্ত্বা নিবেদিতা। বর্তমানে তিনি মধ্যপ্রদেশের উমরিয়ার পুলিশ সুপার তিনি। ভোটের কাজ তো বটেই, ভোটের পরেও জেলায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তিনি নিজেই ময়দানে নেমেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৩:৫৭
Share:

সালোয়ার-কামিজে পুলিশ সুপার নিবেদিতা নায়ডু। ছবি: সংগৃহীত।

কাজ বড় বালাই! অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজের দায়িত্ব সামলাতে দিনরাত এক করে ছুটে বেড়াচ্ছেন পুলিশ সুপার নিবেদিতা নায়ডু। কর্তব্যে অবিচল থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তিনি।

Advertisement

আট মাসের অন্তঃসত্ত্বা নিবেদিতা। বর্তমানে তিনি মধ্যপ্রদেশের উমরিয়ার পুলিশ সুপার তিনি। ভোটের কাজ তো বটেই, ভোটের পরেও জেলায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তিনি নিজেই ময়দানে নেমেছেন। জেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ঘুরে নজরদারি চালাচ্ছেন। তাঁর সহকর্মীরা জানাচ্ছেন, এসপি ম্যাডামকে যেন ক্লান্তি ছুঁতে পারে না। অপরাধীদের ধরতে যাওয়া, নাকাতল্লাশি থেকে শুরু করে সব কাজে তিনি নজরদারি চালাচ্ছেন। আর তার জন্য তাঁকে দিনের মধ্যে ১০ ঘণ্টা কাজে ব্যস্ত থাকতে হচ্ছে।

শুধু দিনই নয়, এসপির সহকর্মীরা জানাচ্ছেন, রাতেও তিনি অত্যন্ত সক্রিয়। কোথাও কোনও খবর পেলেই দলবল নিয়ে ঘটনাস্থলে হাজির হচ্ছেন সশরীরে। মাতৃত্বকালীন ছুটিও দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু সেই সবের তোয়াক্কা না করে কর্তব্যে অবিচল তিনি।

Advertisement

২০১৬ ব্যাচের আইপিএস নিবেদিতা। গত বছরের ৩ অগস্ট থেকে তিনি উমরিয়ার পুলিশ সুপারের দায়িত্ব সামলাচ্ছেন। বিধানসভা ভোটের সময়েও দারুন কাজ করেছেন বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর। সেই সূত্রে এ বার লোকসভা নির্বাচনেও তাঁর উপর দায়িত্ব বর্তায়। কিন্তু তত দিনে নিবেদিতা আট মাসের অন্তঃসত্ত্বা। তাতে কী! কাজকেই প্রাধান্য দিয়ে তিনি নেমে পড়েন ভোটযুদ্ধে। সেই থেকে টানা কাজ করে চলেছেন। পুলিশ সুপারের এই কর্মনিষ্ঠাকে কুর্নিশ জানাচ্ছেন তাঁর সহকর্মীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement