ছবি: সংগৃহীত।
নয়া নাগরিক আইন ভারতের সংবিধান-বিরোধী, এই দাবিতে সরব গোটা দেশ। এরই মধ্যে সংবিধান রক্ষার দাবিতে একটি খোলা চিঠি দিলেন এক দল বিশিষ্ট নাগরিক।
সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জে চেলমেশ্বর, প্রাক্তন মুখ্য নির্বাচনী কমিশনার এস ওয়াই কুরেশি, চলচ্চিত্র নির্দেশক আদুর গোপালকৃষ্ণন ও অভিনেত্রী শর্মিলা ঠাকুর-সহ ৮ জন স্বাক্ষর করেছেন ‘সংবিধানের ৭০ বছর: এক গুরুত্বপূর্ণ মুহূর্ত’ শীর্ষক এই খোলা চিঠিতে। তাঁদের প্রশ্ন, ‘‘সংবিধান কি নেহাতই সাধারণ কালিতে লেখা প্রশাসনিক পুস্তিকা যা যে ভাবে খুশি ব্যবহার করতে পারে সরকার? নাকি সংবিধান আসলে অসংখ্য শহিদদের রক্তে লেখা একটি পবিত্র বই, যাঁরা ধর্ম, জাতি, ভাষা বা অঞ্চলের ভেদাভেদআদপেই মানতেন না!’’
আরও পড়ুন: