—প্রতীকী ছবি।
ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজার স্টেশনে রক্ষণাবেক্ষণের জন্য আরও বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হল। আগামী শনিবার ২৪টি ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হবে। গত ২ জুন ওই স্টেশনের কাছেই বেলাইন হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস।
দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনিবার বালেশ্বর-ভুবনেশ্বর মেমু স্পেশাল, বালেশ্বর-ভদ্রক মেমু স্পেশাল, হাওড়া-তিরুপতি এক্সপ্রেস, হাওড়া-এর্নাকুলাম এক্সপ্রেস, হাওড়া-ভদ্রক এক্সপ্রেস, জলেশ্বর-পুরী মেমু স্পেশাল, খড়গপুর-খুরদা রোড এক্সপ্রেস, খড়গপুর-জাজপুর কেওনঝাড় রোড এক্সপ্রেস, শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, ভদ্রক-হাওড়া এক্সপ্রেস, জাজপুর কেওনঝাড় রোড-খড়গপুর এক্সপ্রেস, ভদ্রক-বালেশ্বর মেমু স্পেশাল, পুরী-পটনা স্পেশাল, খুরদা রোড-খড়গপুর এক্সপ্রেস, ভুবনেশ্বর-বালেশ্বর মেমু স্পেশাল, শালিমার-সম্বলপুর এক্সপ্রেস, ভঞ্জপুর-পুরী স্পেশাল, শালিমার-ভঞ্জপুর স্পেশাল, ভঞ্জপুর-শালিমার স্পেশাল, পুরী-সাঁতরাগাছি স্পেশাল, পুরী-দিঘা এক্সপ্রেস, হায়দরাবাদ-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস, এসএমভিটি বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
শনিবার ২টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। খড়গপুর-ভদ্রক মেমু স্পেশাল যাবে বালেশ্বর পর্যন্ত। ভদ্রক-খড়গপুর মেমু স্পেশালও যাবে বালেশ্বর পর্যন্ত। যোগ নগরী হৃষীকেশ-পুরী এক্সপ্রেস ঝড়সুগদা রোড হয়ে যাবে। পুরী-যোগ নগরী হৃষীকেশ এক্সপ্রেসও ওই রুটে যাবে।