Bus Accident

হিমাচলের কুলুতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস! মৃত চালক, হাসপাতালে নিয়ে যাওয়া হল যাত্রীদের

হিমাচল প্রদেশের কুলুতে পাহাড়ের খাদে পড়ে যায় একটি বাস। বাসটিতে ২০-২৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চালকের। যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৭
Share:

হিমাচল প্রদেশের কুলুতে মঙ্গলবার খাদে পড়ে যায় বাসটি। ছবি: সংগৃহীত।

হিমাচল প্রদেশের কুলু জেলায় মঙ্গলবার যাত্রীদের নিয়ে একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। কুলুর অনি মহকুমা অঞ্চলে পাহাড়ি রাস্তা থেকে খাদে গিয়ে পড়ে বাসটি। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। বাসে প্রায় ২০-২৫ জন যাত্রী ছিলেন। পুলিশের একটি দলও পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে। কুলুর জেলাশাসক তরুল এস রবীশ সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই প্রাথমিক চিকিৎসা চলছে তাঁদের। জেলা প্রশাসনের একটি দলও দুর্ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানান তিনি।

Advertisement

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছে বাসটি। খাদে পড়ে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। আহত যাত্রীদের তাঁরাই হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরে পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গুরুতর আহত যাত্রীদের রামপুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের স্থানীয় এক হাসপাতালে চিকিৎসা চলছে। বেশ কয়েক জনকে প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। বাসের কোনও ত্রুটি ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

গত মাসেই উত্তরাখণ্ডের পাহাড়ি রাস্তায় যাত্রীদের নিয়ে খাদের মধ্যে পড়েছিল একটি বাস। প্রায় দু’শো মিটার নীচে গিয়ে পড়ে সেই বাসটি। দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়েছিল। আহত হন আরও ২৭ জন। ৪২ আসনের ওই বাসে চালক ও কন্ডাক্টর ছাড়াও ৬১ জন যাত্রী ছিলেন বলে অভিযোগ। মঙ্গলবার কুলুর বাস দুর্ঘটনার কারণ খুঁজতে নেমে উত্তরাখণ্ডের সেই ঘটনার কথাও মাথায় রাখছেন পুলিশকর্মীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement