Anil Deshmukh

অনিল দেশমুখের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট

শীর্ষ আদালত সরকারি আইনজীবীদের বলে, ‘‘যে অভিযোগ আনা হয়েছে, তা বেশ গুরুতর। তারপরও কি এই মামলা সিবিআই তদন্ত দাবি করে না বলে মনে করেন আপনারা?’’

Advertisement

সংবাদসংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২১ ২১:২৫
Share:

অনিল দেশমুখ।

সুপ্রিম কোর্টে গিয়ে লাভ হল না। মহারাষ্ট্র সরকারের আর্জি খারিজ করে তোলা আদায় কাণ্ডে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখল শীর্ষ আদালত।

Advertisement

বৃহস্পতিবার শীর্ষ আদালত সরকারি আইনজীবীদের বলে, ‘‘যে অভিযোগ আনা হয়েছে, তা বেশ গুরুতর। তা ছাড়া যাঁরা এই অভিযোগের সঙ্গে জড়িত তাঁদের একজন একসময় মুম্বইয়ের কমিশনার এবং মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তারপরও কি এই মামলা সিবিআই তদন্ত দাবি করে না বলে মনে করেন আপনারা?’’

অনিলের বিরুদ্ধে পুলিশকে প্রতিমাসে ১০০ কোটি টাকা তোলা আদায়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়ার অভিযোগ এনেছিলেন মুম্বই প্রাক্তন কমিশনার পরমবীর সিংহ। সম্প্রতি বম্বে হাই কোর্ট ওই অভিযোগের তদন্ত ভার দেয় সিবিআইকে দেওয়ায় তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মহারাষ্ট্র সরকার। কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট মহারাষ্ট্র সরকারের আর্জি খারিজ করে দেয়।

সুপ্রিম কোর্টের দুই বিচারপতি এস কে কল এবং বিচারপতি হেমন্ত গুপ্তর ডিভিশন বেঞ্চে শুনানি ছিল মামলাটির। বেঞ্চ বলে, অনিলের বিরুদ্ধে যিনি অভিযোগ এনেছেন, সেই পরমবীর একসময়ে তাঁর ডানহাত ছিলেন। বিষয়টি তাই বিষয়টা ঠিক সহজ সরল নয়। এমন ঘটনার তদন্তভার তাই সিবিআইয়ের মতো প্রভাবমুক্ত এবং নিরপেক্ষ তদন্ত সংস্থারই নেওয়া উচিত।

সুপ্রিম কোর্টে মহারাষ্ট্র সরকারের তরফে হাজির ছিলেন আইনজীবী কপিল সিব্বল। কোর্টের নির্দেশ প্রসঙ্গে তিনি বলেন, সম্পূর্ণ বাইরে থেকে একটি তদন্ত সংস্থাকে এনে তাদের হাতে তদন্ত ভার তুলে দেওয়ায় আমার আপত্তি রয়েছে। এর আগেও সিবিআই-কে তদন্তভার দিয়ে দেখা গিয়েছ, সমস্যা হয়েছে। কিন্তু শীর্ষ আদালত সিব্বলের আপত্তি উড়িয়ে দেয়। উল্টে সুপ্রিম কোর্ট বলে, ‘‘অনিল তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠার পরও পদত্যাগ করেননি। উল্টে পদ আঁকড়ে থেকেছেন। হাইকোর্ট তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়ার পর তিনি পদত্যাগ করেন। ’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement