প্রতীকী ছবি।
জুলাইয়ে শিশুদের কোভিড টিকা নোভাভ্যাক্স-এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে চলেছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া(এসআইআই)। কোভিশিল্ডের পর এই নিয়ে দ্বিতীয় টিকা তৈরি করছে সেরাম। এই নিয়ে দেশে শিশুদের জন্য চতুর্থ কোভিড টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে।
হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক ইতিমধ্যেই ১২-১৮ বছর বয়সিদের টিকার জন্য ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে দিয়েছে। ৫২৫ জনের উপর এই পরীক্ষা চালানো হচ্ছে। পাশাপাশি, ৬-১২ এবং ২-৬ বছর বয়সিদের টিকা নিয়েও কাজ শুরু করতে চলেছে ভারত বায়োটেক। শিশুদের জন্য নেসাল টিকা তৈরিরও কাজ চালাচ্ছে তারা।
অন্য দিকে, জাইডাস ক্যাডিলাও শিশুদের টিকার জন্য ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে। প্রথম পর্যায়ে তারা ১২-১৮ বছর বয়সিদের জন্য টিকা আনার কাজ শুরু করেছে। ৫-১২ বছর বয়সিদের জন্য টিকা আনারও পরিকল্পনা করছে তারা।
১৮ ঊর্ধ্বদের জন্য টিকা এনেছে এ দেশের সমস্ত সংস্থাগুলি। সেই টিকাকরণও চলছে। কিন্তু শিশুদের ক্ষেত্রে এখনও টিকা আনেনি কোনও সংস্থাই। এ দিকে তৃতীয় ঢেউয়ের চোখরাঙানি দেশে আতঙ্ক তৈরি করছে। বিশেষ করে শিশুদের এই ঢেউ কতটা প্রভাবিত করবে তা নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে।