Assam

অসমে ভূমিধসে চাপা পড়ে মৃত ২০, আহত বহু

মৃতদের মধ্যে ৭ জন কাছাড় জেলার, ৭ জন হাইলাকান্দির এবং ৬ জন করিমগঞ্জ জেলার।

Advertisement

সংবাদ সংস্থা

গুয়াহাটি শেষ আপডেট: ০২ জুন ২০২০ ১৪:২৭
Share:

ধস থেকে উদ্ধারের কাজ চলছে। ছবি সৌজন্য টুইটার।

প্রবল বৃষ্টিতে অসমে ভূমিধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। আহত হয়েছেন বহু মানুষ।

Advertisement

প্রশাসন সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই বৃষ্টি চলছে অসমের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। মঙ্গলবার সকালে হুড়মুড়িয়ে ধস নেমে আসে। তাতেই মৃত্যু হয়েছে ২০ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

মৃতদের মধ্যে বেশির ভাগই দক্ষিণ অসমের বরাক উপত্যকা অঞ্চলের তিন জেলার। তাঁদের মধ্যে ৭ জন কাছাড় জেলার, ৭ জন হাইলাকান্দির এবং ৬ জন করিমগঞ্জ জেলার। মৃতদের মধ্যে ১১টি শিশু এবং তিন জন মহিলা রয়েছে বলে জানা গিয়েছে।দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উদ্ধারকারীরা পৌঁছে যান। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগান।

Advertisement

আরও পড়ুন: লাল সতর্কতায় মুম্বই, দুই রাজ্যে প্রবল সাইক্লোন ‘নিসর্গ’ ঝাঁপাবে কাল দুপুরে

অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনবাল জেলা প্রশাসনগুলোকে উদ্ধারকাজে সব রকম সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মৃতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন।

প্রবল বৃষ্টির জেরে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রভাবিত হয়েছেন সাড়ে ৩ লক্ষেরও বেশি মানুষ। সবচেয়ে বেশি প্রভাবিত জেলাগুলোর মধ্যে রয়েছে নগাঁও, হাজোই এবং গোয়ালপাড়া। বন্যায় ইতিমধ্যেই ৩৪৮টি গ্রাম জলের তলায়। মৃত্যু হয়েছে ৬ জনের। ২৭ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনটাই জানিয়েছে অসমের রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement