Serial Killer

‘সিরিয়াল কিলার’ নিহত সংঘর্ষে, জখম ৫ পুলিশ

‘ছোটি দীপাবলি’-তে রতলামের একটি পরিবারের তিন জনের খুনের ঘটনায় দিলীপকে খুঁজছিল পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল ও রতলাম শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০ ০৩:৫৩
Share:

দিলীপ দেওয়াল।

বিভিন্ন রাজ্যে অন্তত ছ’টি খুন ও ডাকাতির মামলা ঝুলছিল তার নামে। পুলিশ বলত, সে এক মানসিক বিকারগ্রস্ত ‘সিরিয়াল কিলার’। আজ মধ্যপ্রদেশের রতলামে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে দিলীপ দেওয়াল (৩৮) নামে সেই ফেরার অভিযুক্ত। গুলিযুদ্ধে আহত পাঁচ পুলিশকর্মীও।

Advertisement

‘ছোটি দীপাবলি’-তে রতলামের একটি পরিবারের তিন জনের খুনের ঘটনায় দিলীপকে খুঁজছিল পুলিশ। তার তিন সঙ্গী অনুরাগ, গৌরব ও লালা আগেই ধরা পড়েছিল। গত ২৫ নভেম্বর রতলামে জনৈক গোবিন্দ সোলাঙ্কির বাড়িতে সদলবল হানা দেয় দিলীপ। গোবিন্দের বাড়িতে সেলুন আছে। চুল কাটবার বাহানায় কয়েক বার সেখানে গিয়ে বাড়ির হালচাল দেখে এসেছিল দিলীপ। ঘটনার সময়ে গোবিন্দের স্ত্রী শারদা সোলাঙ্কি টিভি দেখছিলেন। প্রথমে তাঁকে খুন করা হয়। তার পরে সোলাঙ্কি দম্পতির মেয়ে দিব্যাকে। নগদ ও অলঙ্কার লুট করে পালানোর সময়ে গোবিন্দকে ঢুকতে দেখে তাঁকেও খুন করে দিলীপেরা। বাজির আওয়াজে ঢাকা পড়ে যায় গুলির শব্দ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement