ছবি: সংগৃহীত।
তিনটি শৌচাগারের একটি ‘পুরুষদের’, একটি ‘মহিলাদের’ এবং অন্যটি ‘শুধু ব্রাহ্মণদের জন্য’! সোশ্যাল মিডিয়ায় কেরলের ত্রিশূরের কুট্টুমুক্কু মহাদেব মন্দিরের এই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে প্রবল সমালোচনা। যার জেরে ওই সাইনবোর্ড সরিয়ে নিতে বাধ্য হয়েছেন মন্দির কর্তৃপক্ষ। তদন্তের নির্দেশ দিয়েছে সরকার নিযুক্ত কোচি দেবসোম বোর্ড (সিডিবি)।
বিষয়টি নজরে আসতেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ত্রিশূরের বাসিন্দা অরবিন্দ জি ক্রিস্টো। মন্দিরের কর্মীরা জানাচ্ছেন, ‘ব্রাহ্মণদের জন্য নির্দিষ্ট’ শৌচাগারটি আদতে পুরোহিতদের জন্য তৈরি হয়েছিল। মন্দিরের সচিব প্রেমাকুমারন বলেন, ‘‘২৫ বছর আগে ওই সাইনবোর্ড লাগানো হয়। মন্দির কমিটি তা খেয়াল করেনি। আমরা জানা মাত্র ওই বোর্ড সরিয়ে ফেলেছি।’’
আরও পড়ুন: মোদীকে ভগবান বললেন আর এক শাহ