দিল্লির স্কুলে হুমকি ইমেল ঘিরে বোমাতঙ্ক ছড়াল। ফাইল চিত্র।
বোমাতঙ্ক ছড়াল দিল্লির একটি স্কুলে। সোমবার দক্ষিণ দিল্লির একটি বেসরকারি স্কুলে হুমকি ইমেল পাঠানো হয় বলে অভিযোগ উঠেছে। স্কুলে বোমা রাখা রয়েছে— এ কথা ইমেল করে জানানো হয়। এর পরই নড়েচড়ে বসেন স্কুল কর্তৃপক্ষ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে।
দিল্লি পুলিশ সূত্রে খবর, স্কুলের মেল আইডিতে হুমকি দেওয়া হয়। বোমাতঙ্কের খবর পাওয়ার পরই ওই স্কুলে বম্ব স্কোয়াডকে পাঠানো হয়। তন্নতন্ন করে তল্লাশি চালানো হয় গোটা স্কুল চত্বরে। তবে কোনও বোমা পাওয়া যায়নি।
বোমাতঙ্কের জেরে স্কুল থেকে শিক্ষক-শিক্ষিকা, কর্মী ও পড়ুয়াদের অন্যত্র নিরাপদ স্থলে সরানো হয়। কে এই ইমেলটি পাঠালেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। যোগাযোগ করা হয়েছে পুলিশের সাইবার বিভাগের সঙ্গে।