Accident

উত্তরপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুলবাস, আহত ২৪ পড়ুয়া

পুলিশ সূত্রে খবর, ২৪ জন পড়ুয়াকে নিয়ে স্কুলে যাচ্ছিল একটি বাস। ভাইসোল গ্রামে কাছে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার পরই পড়ুয়াদের নিয়ে উল্টে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

লখনউ শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৩ ১৮:২০
Share:

প্রতীকী ছবি।

উত্তরপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি স্কুলবাস। এই ঘটনায় আহত হয়েছে ২৪ পড়ুয়া। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে অরাইয়া জেলায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ২৪ জন পড়ুয়াকে নিয়ে স্কুলে যাচ্ছিল একটি বাস। ভাইসোল গ্রামে কাছে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার পরই পড়ুয়াদের নিয়ে উল্টে যায়। রাস্তার পাশে একটি ফাঁকা জায়গায় বাসটিকে পড়ে যেতে দেখে স্থানীয়রা উদ্ধারকাজে ছুটে আসেন। এই ঘটনায় বাসে থাকা সব পড়ুয়াই আহত হয়েছে। তবে কারওরই আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, হঠাৎই ভারী কিছু পড়ার আওয়াজ পেয়েছিলেন। তার পরই বাচ্চাদের কান্নার আওয়াজ। কিছু দূর এগোতেই দেখেন একটি স্কুলবাস উল্টে পড়ে আছে। তত ক্ষণে আশপাশ থেকে আরও অনেকে চলে এসেছিলেন। সকলে মিলে বাসের ভিতর থেকে স্কুলপড়ুয়াদের এক এক করে উদ্ধার করেন। তার পর তাদের হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

স্থানীয়দের অভিযোগ, স্কুলবাসগুলি খুব দ্রুত গতিতে চালানো হয়। রাস্তাও খুব একটা চওড়া নয়। ফলে যে কোনও মুহূর্তে দুর্ঘটনাক আশঙ্কা থাকে। স্থানীয়দের একাংশ পুলিশকে জানিয়েছেন, চালকের কানে ইয়ারফোন ছিল। ফোনে কথা বলছিলেন। আর অসাবধানতার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বেপরোয়া ভাবে বাস চালানোর অভিযোগে চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement