Nagaland Ambush Case

গ্রামবাসী খুনে অভিযুক্ত সেনাদের বিচারে আপত্তি কেন? নাগাল্যান্ডকাণ্ডে কেন্দ্রকে সুপ্রিম-নোটিস

২০২১ সালের ৪ ডিসেম্বর রাতে সন্ত্রাসবাদীদের খুঁজতে মন জেলার ওটিং গ্রামে অভিযান চালিয়েছিল সেনাবাহিনীর প্যারা স্পেশ্যাল ফোর্স। অভিযোগ, তাদের গুলিতে ১৩ গ্রামবাসী নিহত হন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৪ ১৭:২৮
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নাগাল্যান্ডে ২০২১ সালে নিরপরাধ গ্রামবাসীদের হত্যায় অভিযুক্ত সেনাদের বিচার নিয়ে এ বার কেন্দ্রের জবাব চেয়ে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ ২০২১ সালের ওই ঘটনায় অভিযুক্ত সেনাদের বিচারে কেন্দ্র এবং প্রতিরক্ষা মন্ত্রকের আপত্তির কারণ জানানোর নির্দেশ দিয়েছে।

Advertisement

২০২১ সালের ৪ ডিসেম্বর রাতে সন্ত্রাসবাদীদের খুঁজতে মন জেলার ওটিং গ্রামে অভিযান চালিয়েছিল সেনাবাহিনীর প্যারা স্পেশ্যাল ফোর্স এবং অসম রাইফেলসের যৌথ বাহিনী। অভিযোগ, সেই রাতে প্যারা কমান্ডোদের গুলিতে নিহত হন ১৩ জন গ্রামবাসী। ওই ঘটনায় গ্রামবাসীদের গণপিটুনিতে এক সেনাকর্মীও নিহত হয়েছিলেন।

গ্রামবাসী হত্যার ঘটনায় অভিযুক্ত ৩০ জন সেনাকর্মীর বিচারের জন্য নাগাল্যান্ড সরকারের তরফে বিধি মেনে কেন্দ্রের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু গত এপ্রিলে কেন্দ্র সেই অনুমতি দিতে অস্বীকার করায় নাগাল্যান্ডে বিজেপির সহযোগী দল এনডিপিপি পরিচালিত সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। তার আগেই অবস্থান স্পষ্ট করতে হবে নরেন্দ্র মোদী সরকারকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement