কৃষকদের ট্র্যাক্টর র্যালি নিয়ে মামলা শীর্ষ আদালতে। — ফাইল চিত্র
এর প্রেক্ষিতে প্রধান বিচারপতি পাল্টা বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার কি চায়, তার আইনি ক্ষমতার কথা আদালতকে মনে করিয়ে দিতে হবে?’’ এর প্রেক্ষিতে পাল্টা অ্যাটর্নি জেনারেল বলেন, ‘‘আমরা অভূতপূর্ব পরিস্থিতির মুখোমুখি।’’ বোবদে জানিয়ে দেন, আদালতের হস্তক্ষেপ ‘ভুল বোঝাবুঝি’ তৈরি করতে পারে।
আরও পড়ুন: পরীক্ষা কমতেই বাড়ল সংক্রমণের হার, স্বস্তি অবশ্য সুস্থতার হারে
আরও পড়ুন: জমে গেল ডাল লেক, ঘন কুয়াশায় মোড়া দিল্লি
আদালতে দিল্লি পুলিশ আবেদন করেছিল, তারা নিরাপত্তা সংস্থাগুলির মাধ্যমে জানতে পেরেছে ‘বিক্ষোভকারীদের ক্ষুদ্র একটি দল ’ সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে ট্র্যাক্টর র্যালির পরিকল্পনা করেছে। তার জেরে আইনশৃ্খনা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করছে দিল্লি পুলিশ। ওই র্যালি সারা দেশের কাছে ‘অস্বস্তি’র কারণ হয়ে উঠতে পারে বলেও সুপ্রিম কোর্টে করা আবেদনে উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ।