হারানো কয়েনের খোঁজে রাজস্থান এবং দিল্লির একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। গ্রাফিক: শৌভিক দেবনাথ
১১ কোটি টাকা গায়েব ব্যাঙ্ক থেকে! তবে নোট বা সোনা নয়, ১১ কোটি টাকার কয়েন লোপাট হয়েছে রাজস্থানের করৌলি এলাকার স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (এসবিআই) একটি শাখা থেকে। খোওয়া যাওয়া কয়েনের সন্ধানে শুক্রবার সিবিআই আধিকারিকরা ২৫টি জায়গায় তল্লাশি চালান।
পিটিআই সূত্রে জানা গিয়েছে, দিল্লি, জয়পুর, দৌসা, করৌলি, সওয়াই মাধোপুর, আলওয়ার, উদয়পুর এবং ভিলওয়াড়ার মোট ২৫টি জায়গায় তদন্ত চালায় তদন্তকারী সংস্থা। ১৫ জন প্রাক্তন ব্যাঙ্ক আধিকারিকদের বাড়িতে তল্লাশি চালানো হয় বলেও খবর।
২০২১-এর অগস্ট মাসে ব্যাঙ্ক থেকে কয়েন গায়েব হয়ে যাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। পরে রাজস্থান হাই কোর্টের নির্দেশে ১৩ এপ্রিল এই তদন্তের ভার নেয় সিবিআই।
তবে এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন ব্যাঙ্ক থেকে কয়েন লোপাট হয়েছে। ২০১৬ সালে এসবিআইয়ের একটি উপ-শাখায় ঢুকে এক লক্ষ টাকার কয়েন চুরি করে চোরের দল।
প্রসঙ্গত, চলতি বছরের জুনে, কেন্দ্রীয় সরকার হারিয়ে যাওয়া ৩৫ বছর পর ১২ কেজি সোনার কয়েন খুঁজে পেতে উঠে পড়ে লেগেছে। এই কয়েনটি হায়দরাবাদের নিজামদের সম্পত্তি ছিল এবং বিশ্বের সবচেয়ে বড় মুদ্রা হিসেবেও বিবেচিত।