মানহানির হুমকি রাহুলেক। —ফাইল চিত্র।
‘সাভারকর’ মন্তব্যের জেরে এ বার আইনি বিপাকে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। এ বার তাঁর বিরুদ্ধে মানহানির মামলার হুমকি দিলেন বিনায়ক দামোদর সাভারকরের পৌত্র রঞ্জিত সাভারকর। এ নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের কাছে অভিযোগ করবেন বলেও জানিয়েছেন তিনি।
তাঁর ‘রেপ ইন ইন্ডিয়া’ মন্তব্য নিয়ে সংসদে হুলস্থুল বাধানোয়, শনিবার দিল্লির রামলীলা ময়দান থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন রাহুল। তিনি বলেন, “আমার নাম রাহুল সাভারকর নয়। আমি রাহুল গাঁধী। সত্যি বলার জন্য আমি বা কংগ্রেসের কেউ কখনও ক্ষমা চাইবেন না।’’
তাঁর এই মন্তব্যেই চটেছেন সাভারকরের পৌত্র রঞ্জিত। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘রাহুল গাঁধীর এমন প্রতিক্রিয়া সত্যিই দুর্ভাগ্যজনক। এই ধরনের মন্তব্য করা ওঁর অভ্যাসে পরিণত হয়েছে। একসময় শিবাজিকে লুণ্ঠনকারী বলেছিলেন জওহরলাল নেহরু। পারিবারিক সেই ভুলেরই পুনরাবৃত্তি করছেন রাহুল। ওঁর বিরুদ্ধে মানহানির মামলা করব আমি।’’
শিবসেনার সঙ্গে মিলে সম্প্রতি মহারাষ্ট্রে সরকার গড়েছে কংগ্রেস। কিন্তু সাভারকরকে নিয়ে রাহুলের এই মন্তব্যে তারাও রুষ্ট হয়। নাম না করে রাহুলকে আক্রমণ করেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত।
রঞ্জিত এ দিন জানান, বিষয়টি নিয়ে তিনি উদ্ধব ঠাকরের কাছে অভিযোগ জানাবেন। এমনকি এর পর আর কংগ্রেসের সঙ্গে শিবসেনার জোটে থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, ‘‘স্বাধীনতা সংগ্রামী এবং তৎকালীন নেতাদের কোনও ভাবেই অসম্মান করা উচিত নয়। আসলে শিবসেনাকে নিশানা করতেই সাভারকরকে অসম্মান করছে কংগ্রেস। মহারাষ্ট্র সরকার থেকে কংগ্রেসের মন্ত্রীদের সরিয়ে সংখ্যালঘু সরকার চালানো উচিত শিবসেনার। বিজেপি কখনওই ওদের বিরুদ্ধে ভোট দেবে না।’’