চিন ‌যাত্রা বাতিল নিয়ে সরব শতাব্দী

অক্টোবরে যখন চিনের প্রেসিডেন্ট শি চিনফিং মমল্লপুরমে আসেন, তার ঠিক পরেই চিন যাওয়ার কথা ছিল শতাব্দীর।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৯ ০৫:০২
Share:

ছবি: সংগৃহীত।

চিনের ফিল্মোৎসবে যাওয়ার জন্য সে দেশের ভিসা পাওয়ার পরেও তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের যাত্রা নাকচ করে দিয়েছে বিদেশ মন্ত্রক। আজ এই নিয়ে সংসদে সরব হলেন শতাব্দী। বিষয়টি নিয়ে বলতে উঠে প্রধানমন্ত্রী সম্পর্কে কিছু মন্তব্য করেন তিনি, তাতে তুমুল হট্টগোল শুরু হয় ট্রেজারি বেঞ্চে। স্পিকারও শতাব্দীর মাইকটি ‘অফ’ করে দেন!

Advertisement

অক্টোবরে যখন চিনের প্রেসিডেন্ট শি চিনফিং মমল্লপুরমে আসেন, তার ঠিক পরেই চিন যাওয়ার কথা ছিল শতাব্দীর। আজ সেই প্রসঙ্গ তুলে তৃণমূল সাংসদ আজ বলেন, ‘‘চিনের ভিসা পাওয়ার পরেও আমাকে কেন সরকার যেতে দিল না? স্পিকারকে অনুরোধ করছি বিষয়টি দেখার।’’ এ কথা বলার পর শতাব্দী বলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী সম্মাননীয়, সপ্রতিভ এবং ফ্যাশনদুরস্ত। সেই সময় তিনি ধুতি পরে চিনের প্রেসিডেন্টের সঙ্গে ঘুরছিলেন…।” এই পর্যন্ত বলার পরই হই চই শুরু হয়ে যায় এবং তাঁর মাইকও বন্ধ করে দেওয়া হয়। পরে স্পিকারের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আবার কথা বলেন শতাব্দী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement