ফাইল চিত্র।
মহারাষ্ট্রে রাজ্যসভার নির্বাচনে পরাজয়ের পর সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে নিশানা করলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। এনফোর্সমেন্ট ডিরেক্টেটের (ইডি) নিয়ন্ত্রণ যদি তাদের দলের হাতে তুলে দেওয়া হয়, তবে বিজেপি নেতা ফডণবীস শিব সেনার হয়ে ভোট দেবেন। রবিবার এ ভাষাতেই কটাক্ষ করেছেন রাউত।
এই প্রসঙ্গে রাউত বলেছেন, ‘‘দু’দিনের জন্যও যদি ইডি-র নিয়ন্ত্রণ আমাদের দেওয়া হয়, তা হলে দেবেন্দ্র ফডণবীসও আমাদের ভোট দেবেন।’’
গত শুক্রবার রাজ্যসভার নির্বাচনে মহারাষ্ট্রের ষষ্ঠ আসনে শিব সেনার হারের পরই রাউতের এই মন্তব্য নয়া মাত্রা যোগ করেছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ। কেননা, রাজ্যসভার নির্বাচন সে রাজ্যের শাসকদল শিবসেনার সঙ্গে বিরোধী দল বিজেপির কার্যত ‘সম্মানরক্ষার লড়াই’ ছিল।
উল্লেখ্য, মহারাষ্ট্র বিধানসভায় ষষ্ঠ আসনে বিজেপির জয়ের নেপথ্যে ‘বড় ভূমিকা’ পালন করেছেন ফডণবীস, এমনটাই ধারণা পর্যবেক্ষক মহলের একাংশের। ধনঞ্জয় মহাদিকের কাছে হার স্বীকার করতে হয়েছে রাউতকে। নির্দল ও ছোট দলগুলির কেউ কেউ শিবসেনাকে প্রতিশ্রুতি দিলেও, তারা বিজেপির জয়ের পিছনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।
মহারাষ্ট্রের তিন আসনে বিজেপির জয়কে শনিবারই ‘ঘোড়া কেনাবেচার’ রায় বলে বর্ণনা করেছেন শিবসেনার প্রধান মুখপাত্র। নির্বাচন কমিশন বিরোধী শিবিরের পাশে ছিল বলেও অভিযোগ করেছেন তিনি।