উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। —ফাইল চিত্র।
চলতি মাসের শেষেই মুম্বইয়ে বিজেপি বিরোধী দলগুলির জোটেপ তৃতীয় বৈঠক হওয়ার কথা। তার আগেই মধ্যপ্রদেশের বিধানসভা ভোটে বিরোধী ঐক্য নিয়ে প্রশ্ন তুলে দিল উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। ‘ইন্ডিয়া’র অন্যতম শরিক সমাজবাদী পার্টি বুধবার একতরফা ভাবে বুন্দেলখণ্ড এবং চম্বল-গোয়ালিয়র অঞ্চলের চার আসনে প্রার্থী ঘোষণা করেছে।
চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে রাজস্থান, ছত্তীসগঢ়, তেলঙ্গানা, মিজোরামের সঙ্গেই মধ্যপ্রদেশে বিধানসভা ভোট হওয়ার কথা। সেখানে শাসক দল বিজেপির সঙ্গে কার্যত মুখোমুখি লড়াই প্রধান বিরোধী দল কংগ্রেসের। বিভিন্ন জনমত সমীক্ষা বলছে, সে রাজ্যে এ বার বিজেপিকে চাপে ফেলতে পারে কংগ্রেস। মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের সরকারের বিরুদ্ধে তোপ দেগে গত কয়েক মাসে একের পর এক বিজেপি নেতা কংগ্রেস যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে সমাজবাদী পার্টি আলাদা ভাবে লড়লে বিজেপি ভোট কাটাকাটির সুবিধা পাবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। যদিও অন্য অংশের মত হল, কংগ্রেসের সঙ্গে সহযোগিতার পথ খোলা রাখতেি মাত্র চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছেন অখিলেশ।
বুন্দেলখণ্ড এবং চম্বল-গোয়ালিয়র অঞ্চল দু’টি উত্তরপ্রদেশ লাগোয়া। গতবারের বিধানসভা ভোটে মধ্যপ্রদেশের ২৩০টি আসনের মধ্যে একটিতে জিতেছিল সমাজবাদী পার্টি। সেই জয় এসেছিল বুন্দেলকণ্ড থেকেই। প্রসঙ্গত, ২০১৮-র ওই বিধানসভা ভোটে জিতে মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতা দখল করলেও দেড় বছরের মাথাতেই জ্যোতিরাদিত্যের সাহায্যে দু’ডজন বিধায়ক ভাঙিয়ে কমলের সরকারের পতন ঘটিয়েছিল বিজেপি। মুখ্যমন্ত্রী হন শিবরাজ।