(বাঁ দিকে)যোগী আদিত্যনাথ, অখিলেশ যাদব (ডান দিকে)। —ফাইল চিত্র।
রামনগরী অযোধ্যায় জমি কেনাবেচায় দুর্নীতির অভিযোগ তুললেন সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তাঁর দাবি, যোগী আদিত্যনাথের সরকারের মদতে বিজেপি নেতারা ওই বেআইনি জমি কেনাবেচার সঙ্গে জড়িত।
লখনউয়ে সমাজবাদী পার্টির সদর দফতরে সাংবাদিক বৈঠকে অখিলেশ বলেন, ‘‘হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। বিজেপির নেতাদের পাশাপাশি কয়েক জন আমলাও এই দুর্নীতির সঙ্গে জড়িত। এই লুটের উপযুক্ত তদন্ত করতে হবে।’’ তাঁর দাবি, স্থানীয় বাসিন্দাদের জমি কেড়ে নিয়ে কোটি কোটি টাকার বিনিময়ে যোগী সরকার তা বহিরাগতদের কাছে বিক্রি করছে। বিজেপি নেতারা সেই দুর্নীতিতে জড়িত। প্রসঙ্গত, ২০১৯ সালের ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণের রায় দেওয়ার পরেই বার বার জমি দুর্নীতির অভিযোগ উঠেছে অযোধ্যায়। প্রতি ক্ষেত্রেই নাম জড়িয়েছে পদ্মশিবিরের।
২০২১ সালে অযোধ্যায় দুই ব্যবসায়ীর ২ কোটি টাকায় জমি কিনে পাঁচ মিনিটের মধ্যে তা ১৮.৫ কোটি টাকায় রামমন্দির ট্রাস্টকে বেচে দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসায় মন্দিরের জন্য ভক্তদের দানের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছিল। সেই দুর্নীতিতে নাম উঠে এসেছিল বিজেপির স্থানীয় নেতাদের। ২০২২ সালে অযোধ্যা উন্নয়ন কর্তৃপক্ষ ৪০ জনের একটি তালিকা প্রকাশ করেন। সেই তালিকায় বিজেপির মেয়র, স্থানীয় বিজেপি নেতা, বিধায়ক-সহ শাসকদলের কয়েক জনের নাম উঠে এসেছে। কর্তৃপক্ষ জানাচ্ছেন, তালিকার ৪০ জনের নামে বেআইনি ভাবে জমি কেনাবেচা এবং নির্মাণের মতো কাজের অভিযোগ রয়েছে। জমি মাফিয়াদের যোগসাজশে অবৈধ নির্মাণ গড়ে ওঠার ফলে কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতির অভিযোগও জানানো হয়েছিল কর্তৃপক্ষের তরফে।