National News

আমি নির্দোষ, কৃষ্ণসার মামলায় আদালতে বললেন সলমন

কৃষ্ণসার হত্যা মামলায় নিজেকে নির্দোষ বলে দাবি করলেন সলমন খান। আজ শুক্রবার যোধপুর আদালতে তাঁর বয়ান রেকর্ড করা হয়। সেখানে সলমন বলেন, ‘‘প্রথম ফরেন্সিক রিপোর্টেই লেখা ছিল স্বাভাবিক মৃত্যু হয়েছিল হরিণের। সেটাই সত্যি। বাকি সব প্রমাণ মিথ্যে।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৭ ১৭:১১
Share:

কৃষ্ণসার হত্যা মামলায় নিজেকে নির্দোষ বলে দাবি করলেন সলমন খান। আজ শুক্রবার যোধপুর আদালতে তাঁর বয়ান রেকর্ড করা হয়। সেখানে সলমন বলেন, ‘‘প্রথম ফরেন্সিক রিপোর্টেই লেখা ছিল স্বাভাবিক মৃত্যু হয়েছিল হরিণের। সেটাই সত্যি। বাকি সব প্রমাণ মিথ্যে।’’ মামলা সংক্রান্ত বিষয়ে এ দিন মোট ৬৫টি প্রশ্নের উত্তর দেন নায়ক। তখনই তিনি জানান, বনবিভাগ তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। তাঁর কোনও দোষ নেই।

Advertisement

যোধপুর আদালতের মুখ্য বিচারবিভাগীয় আধিকারিক দলপত্ সিংহ রাজপুরোহিত সলমনকে জিজ্ঞেস করেন, ‘‘আপনার সঙ্গে এমন দু’জন ব্যক্তি ছিলেন যাঁরা আপনাকে গুলি করতে দেখেছিলেন।’’ উত্তরে সলমন বলেন, ‘‘মিথ্যে কথা’’।

আরও পড়ুন, ট্রাম্প বিরোধী মিছিলকে সমর্থন প্রিয়ঙ্কার

Advertisement

১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের সময় যোধপুরের গ্রামে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সলমন খানের বিরুদ্ধে। অভিযোগের আঙুল ওঠে সইফ আলি খান, সোনালি বেন্দ্রে ও তব্বুর বিরুদ্ধেও। সম্প্রতি বেআইনি অস্ত্র মামলায় বেকসুর খালাস পেয়েছেন সলমন খানকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement