বরখাস্ত হয়ে অফিসের ছাদে উঠে আত্মহত্যার হুমকি। ছবি : টুইটার থেকে নেওয়া।
আপনাদের নিশ্চয়ই শোলে সিনেমায় বীরুর সেই জলের ট্যাঙ্কে উঠে আত্মহত্যার হুমকি দেওয়ার দৃশ্য মনে আছে? প্রায় একই দৃশ্য দেখা গেল গুরুগ্রামের সাইবার সিটিতেও। এক মহিলাকে চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর বিল্ডিংয়ের ছাদে উঠে আত্মহত্যার হুমকি দিলেন কর্তৃপক্ষকে।
গুরুগ্রামের সেক্টর ১৮-তে একটি কনসালটেন্সি ফার্মে কাজ করেন ওই মহিলা। সম্প্রতি তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। সে খবর জানার পরই ওই মহিলা অফিস বিল্ডিংয়ের ছাদে পৌঁছে যান। সেখানে গিয়ে ছাদের কিনারায় উঠে দাঁড়ান।
মহিলার সহকর্মীরা বিষয়টি জানতে পেরে ছুটে যান ছাদে। তাঁরা বুঝিয়ে-সুঝিয়ে নিচে নামানোর চেষ্টা করেন। কিন্তু মহিলা কোনও কথাই শুনতে চাননি। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। পুলিশকে দেখতে পেয়েই মহিলা ছাদের কিনারায় দাঁড়িয়ে আত্মহত্যার হুমকি দিতে থাকেন।
ওই মহিলা বলতে থাকেন, তাঁর চাকরি ফিরিয়ে না দিলে তিনি ছাদ থেকে ঝাঁপ দেবেন। কর্তৃপক্ষ তাঁর চাকরি ফিরিয়ে দিলে, তবেই তিনি ছাদের কিনারা থেকে নেমে আসবেন।
আরও পড়ুন : ফের বিশ্বকে অবাক করে ড্রোন উড়িয়ে আকাশ আলোয় ভরাল চিন
আরও পড়ুন : বর্জ্য প্লাস্টিকের সামনে হাতি! বন আধিকারিকের ছবিতে সভ্যতার সংকট
শেষ পর্যন্ত চাপে পড়ে কর্তৃপক্ষ চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেয়। আশ্বাস পেয়ে ছাদের কিনারা থেকে নেমে আসেন মহিলা।
এই গোটা ঘটনাটি ক্যামেরায় ধরা পড়েছে। আর সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর ভাইরাল হতেও সময় নেয়নি।