Russia Ukraine War

Russia Ukraine war: ভারতে ভেঙে পড়বে আইএসএস, হুমকি রাশিয়ার

নাসা জানিয়েছে, আমেরিকা রাশিয়ার উপরে যে সব নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেগুলির আওতায় মহাকাশ সহযোগিতার ক্ষেত্রগুলি পড়ে না।

Advertisement

সংবাদ সংস্থা

মস্কো শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ০৬:১৭
Share:

ফাইল চিত্র।

আমেরিকা ও রাশিয়া, এই দু’দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রের (আইএসএস) পত্তন হয়েছিল। আর এখন রাশিয়ার উপরে আমেরিকা একগুচ্ছ নিষেধাজ্ঞা চাপানোর পরে রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস দাবি করল, এই নিষেধাজ্ঞার ফলে যে কোনও সময়ে পৃথিবীর উপরে আছড়ে পড়তে পারে আইএসএস। এবং সে রকম কোনও ঘটনা ঘটলে রাশিয়া তার দায়
নেবে না।

Advertisement

রসকসমসের প্রধান ডিরেক্টর-জেনারেল দিমিত্রি রগোজ়িন আজ আমেরিকার উদ্দেশে টুইট করেন, ‘‘আইএসএসে আমাদের সহযোগিতা কি পুরোপুরি বন্ধ করে দিতে চান?’’ রুশ ভাষায় করা রগোজ়িনের এই টুইটটি অনুবাদ করে রি-টুইট করেছেন একটি মহাকাশ বিজ্ঞান পত্রিকার সম্পাদক এরিক বার্গার। রগোজ়িন আরও টুইট করেছেন, ‘‘আমাদের সঙ্গে সহযোগিতা বন্ধ করে দিলে আইএসএস যদি আমেরিকা বা ইউরোপের উপরে আছড়ে পড়ে? তখন কী হবে? ৫০০ টন ওজনের কেন্দ্রটি তো ভারত বা চিনের উপরেও ভেঙে পড়তে পারে। আপনারা তখন তার দায় নেবেন তো?’’ ভূপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উপরে এই মহাকাশ স্টেশন দিনে ১৫-১৬ বার পৃথিবীকে প্রদক্ষিণ করে। এবং তার কক্ষপথ কখনওই রাশিয়ার উপর দিয়ে যায় না। সেই প্রসঙ্গটিরও উল্লেখ করে রগোজ়িন বলেন, ‘‘মুশকিলে কিন্তু আপনারাই পড়বেন।’’ ইউরোপীয় মহাকাশ গবেষণা কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, আইএসএসের দিগ্‌নির্দেশ, যাত্রাপথ ও কক্ষপথ নিয়ন্ত্রণ অনেকটাই রাশিয়ার দায়িত্বে। তাই স্টেশনটিকে কক্ষপথে ধরে রাখতে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইএসএসে এখন চার আমেরিকান ও এক জন জার্মান মহাকাশচারীর সঙ্গে দু’জন রুশ নভশ্চরও রয়েছেন।

তবে আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, আমেরিকা রাশিয়ার উপরে যে সব নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেগুলির আওতায় মহাকাশ সহযোগিতার ক্ষেত্রগুলি পড়ে না। তাই আইএসএসের দুর্ঘটনা ঘটার কোনও আশঙ্কা নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement