যোগী আদিত্যনাথ। —ফাইল চিত্র।
আগামী মাসে উত্তরপ্রদেশে ন’টি বিধানসভা আসনে উপনির্বাচন। তার ঠিক আগে মথুরায় আরএসএসের দু’দিনের অনুষ্ঠানমঞ্চ থেকে হিন্দুদের এক হওয়ার বার্তা দিলেন আরএসএস নেতা দত্তাত্রেয় হোসাবলে। যা ভোটের আগে মেরুকরণের উদ্দেশ্যেই করা হয়েছে বলে মনে করছেন রাজনীতিকেরা।
দু’দিনের অখিল ভারতীয় কার্যকারী বৈঠকের শেষ দিনে বক্তব্য রাখতে গিয়ে সম্প্রতি যোগী আদিত্যনাথের করা ‘বাটেঙ্গে তো কাটেঙ্গে’ (বিভাজনে মৃত্যু) মন্তব্যকে সমর্থন করে আরএসএসের ওই নেতা জানান, হিন্দু সমাজে একতার লক্ষ্যেই ওই মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।’’ তাঁর কথায়,হিন্দু সমাজকে ভাঙার উদ্দেশ্যে তল তলে একাধিক শক্তি সক্রিয় রয়েছে। যাদের লক্ষ্যই হল জাতি ও ধর্মের নমে দেশকে বিভাজন করা। হোসাবলের দাবি, সেই শক্তিগুলিরবিরুদ্ধে হিন্দু সমাজকে এক হতে বলেছেন যোগী।
গত লোকসভা নির্বাচনে বিজেপির হিন্দু ভোটের একটি বড় অংশ সমাজবাদী পার্টিকে সমর্থন করায় উত্তরপ্রদেশে কাঙ্খিত আসন জিততে ব্যর্থ হয় বিজেপি। এই আবহে আজ জাতপাত নির্বিশেষে হিন্দু সমাজের প্রত্যেককে বিজেপির ছাতার তলায় আনার জন্য সওয়াল করেন হোসাবলে। তিনি বলেন, ‘‘দেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের জোর করে বা প্রলোভন দেখিয়ে ধর্মান্তরণ করা হচ্ছে। চালু রয়েছে লাভ জেহাদের ঘটনাও। যা রুখতে হিন্দু একতার প্রয়োজন রয়েছে।’’