R G Kar Medical College And Hospital Incident

গণতন্ত্রের পক্ষে ভুল বার্তা যেতে পারে, বাংলায় রাষ্ট্রপতি শাসন চাপানোর বিপক্ষে সঙ্ঘ

কেরলের পালাক্কাড়ে সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের উপস্থিতিতে তিন দিনের সম্মেলন শেষ হয়। ওই সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি, নারী সুরক্ষা, আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০৮:০২
Share:

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল। —ফাইল চিত্র।

আর জি করের ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। সেই আর জি কর নিয়ে এ বার মুখ খুলল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। বিরোধীদের একটি অংশ পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতির অভিযোগে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছে। আজ আরএসএস কিন্তু জানাল, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির ব্যাপারে নীতিগত ভাবে রাজি নয় তারা। কারণ সঙ্ঘের মতে, এতে ভুল বার্তা যাবে।

Advertisement

আজ কেরলের পালাক্কাড়ে সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের উপস্থিতিতে তিন দিনের সম্মেলন শেষ হয়। ওই সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি, নারী সুরক্ষা, আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা হয়। বিজেপির একটি অংশ পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলে সরব রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে অন্তত এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসনের পক্ষে নয় সঙ্ঘ। সঙ্ঘ নেতাদের মতে, জনগণের মাধ্যমে নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি কাম্য নয়। সঙ্ঘ মনে করছে, এতে গণতন্ত্রের পক্ষে ভুল বার্তা যেতে পারে।

আজ সম্মেলন শেষে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও সঙ্ঘের জাতীয় মুখপাত্র সুনীল অম্বেকর জানান, ‘‘রাষ্ট্রপতি শাসন জারি হবে কি না, তা সরকারের বিষয়। কিন্তু নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে রাষ্ট্রপতি শাসন কায়েম করা হলে তা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আখেরে দুর্বল করে দেবে। আরএসএস মনে করে, রাজ্য সরকারেরই উচিত দ্রুত ও কার্যকরী পদক্ষেপ করা।’’ তাদের যুক্তি, রাষ্ট্রপতি শাসনের চেয়ে অনেক বেশি প্রয়োজন ফাস্ট ট্র্যাক আদালত গঠন করে দোষীদের শাস্তি দেওয়া।

Advertisement

সাংবাদিক সম্মেলনে ওটিটি প্ল্যাটফর্মের বিষয়বস্তু নিয়েও প্রশ্ন তুলেছে আরএসএস। তাদের মতে, ওটিটি প্ল্যাটফর্মগুলিতে এমন সব বিষয়বস্তু সম্প্রচারিত হচ্ছে, যা সমাজে ক্ষয় ধরাচ্ছে। সামাজিক অবক্ষয় রুখতে এ ধরনের বিষয়বস্তু রুখতে সরকারের কাছে আর্জি জানিয়েছে আরএসএস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement