ফাইল চিত্র।
ইতিমধ্যেই বঙ্গ-সফরে গিয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপি নেতা অমিত শাহ। রাজনৈতিক সূত্রের মতে, পশ্চিমবঙ্গে ভোটের আগে বিষয়টি সম্পর্কে সজাগ থাকতে দলের স্থানীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। সূত্রের খবর, কাল থেকে আমদাবাদে শুরু হওয়া আরএসএসের বার্ষিক সম্মেলনের আলোচনায় পশ্চিমবঙ্গের ভোট গুরুত্ব পেতে চলেছে। রাজ্যের ‘বাঙালি হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা’ নিয়ে কথা হবে বলে জানা গিয়েছে।
সূত্রের মতে, পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে আসন্ন বিধানসভা ভোটে বিজেপির হাত শক্ত করার কৌশল নিয়ে কথা বলবেন আরএসএস নেতৃত্ব। উপস্থিত থাকবেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। সম্মেলনে সভাপতিত্ব করবেন আরএসএস প্রধান মোহন ভাগবৎ। সূত্রের বক্তব্য, “বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ বৃদ্ধি এবং সম্প্রতি আলিপুরদুয়ারে ছ’জন আল কায়দা জঙ্গি গ্রেফতারের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। সঙ্ঘ পরিবারের সমস্ত শাখাকে নির্দেশ দেওয়া হচ্ছে এ ব্যাপারে প্রচার শুরু করতে। ডুয়ার্স, আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে প্রচার-সচেতনতায় জোর দিতে চলেছে সঙ্ঘ।” তৃণমূল থেকে আসা কর্মীদের বিষয়ে সতর্ক থাকার জন্যও সঙ্ঘ বলেছে বিজেপিকে। এক সূত্রের কথায়, “তৃণমূলকে হারানোটা বিজেপির যে বৃহত্তর লক্ষ্য, সেটা বুঝি। কিন্তু এটাও মাথায় রাখতে হবে আরএসএসের চাল-চলন এবং চরিত্র যেন বজায় থাকে।”