RPF

RPF: ট্রেনের কামরায় সন্তান প্রসব করলেন মহিলা যাত্রী, এগিয়ে এল আরপিএফের মহিলা দল

আরপিএফের মহিলা কর্মীদের তৎপরতায় ট্রেনের কামরায় সন্তান প্রসব করলেন এক মহিলা। আমদাবাদ-বরাউনি এক্সপ্রেসের কামরায় এই ঘটনা ঘটেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২২ ১২:৩৮
Share:

ছবি টুইটার।

আমদাবাদ-বরাউনি এক্সপ্রেস চড়ে মুজফ্‌‌রপুর যাচ্ছিলেন এক অন্তঃসত্ত্বা। রেলসফরের মধ্যেই শুরু হয় প্রসববেদনা। আরপিএফের মহিলাকর্মীদের তৎপরতায় ট্রেনের কামরাতেই সন্তান প্রসব করেন ওই মহিলা।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, সুরত থেকে মুজফ্‌ফরপুর যাচ্ছিলেন ওই মহিলা। স্ত্রীর প্রসববেদনা দেখে টিটিই-কে খবর দেন তাঁর স্বামী। তার পরই ওই কামরায় পৌঁছন আরপিএফের মহিলাকর্মীরা।

Advertisement

মুজফ‌্ফরপুর স্টেশনে ট্রেন থামার পর মা ও সদ্যোজাতকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মা ও সদ্যোজাত সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement