ফাইল চিত্র।
রাজনীতির আঙিনায় পা রাখতে চলেছেন সনিয়া গাঁধীর জামাতা রবার্ট বঢরা? বৃহস্পতিবার কংগ্রেস সভানেত্রীর ইডি দফতরে হাজিরার দিনই তেমনই ইঙ্গিত দিলেন তিনি। বললেন, ‘‘দেশকে বদলানোর জন্য যদি দরকার হয়, তাহলে রাজনীতিতে আসব।’’
ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়াকে ইডির জিজ্ঞাসাবাদ ঘিরে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায় রাজধানীতে। একাধিক কংগ্রেসের নেতাকে গ্রেফতার করা হয়েছে। সনিয়াকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে বিজেপিকে বিঁধে রবার্ট অভিযোগ করেন, তদন্তকারী সংস্থাকে অপব্যবহার করছে বিজেপি। তাঁর কথায়, ‘‘বিজেপির একটা নেতার নাম বলুন আমায়, যাঁকে এই তদন্তকারী সংস্থাগুলি জিজ্ঞাসাবাদ করেছে। যখনই ওদের উপলব্ধি হয় যে, ওদের নীতি নিয়ে সন্তুষ্ট নয় সাধারণ মানুষ, তখনই গাঁধী পরিবারকে হেনস্থা করে।’’
এর পরই বঢরা বলেছেন, ‘‘দেশে পরিবর্তন দরকার। যদি মানুষ মনে করে যে, দেশে পরিবর্তন আনতে আমার প্রয়োজন রয়েছে, তা হলে রাজনীতিতে আসব।’’
ইডির জিজ্ঞাসাবাদের আগে সনিয়াকে পরামর্শ দেওয়ার কথাও জানিয়েছেন রবার্ট। তিনি বলেছেন, ‘‘কী ভাবে তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হবে, এ ব্যাপারে পরামর্শ দিয়েছি ওঁকে। কারণ আমি নিজেই ১৫ বার ইডির মুখোমুখি হয়েছি।’’