Chennai

Chennai Bank: ব্যাঙ্ক কর্মীদের শৌচালয়ে আটক, কোটি টাকার সোনা নিয়ে পালাল ডাকাত

ব্যাঙ্কের কর্মীদের শৌচালয়ে আটকে রাখল ডাকাত দল। তার পর ৩২ কেজি সোনা লুট করে পালাল, যার মূল্য কয়েক কোটি টাকা।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২২ ২৩:২৬
Share:

কোটি কোটি টাকার সোনা নিয়ে চেন্নাইের ব্যাঙ্ক থেকে চম্পট। — ছবি প্রতীকী।

চেন্নাইয়ের একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে কোটি কোটি টাকার সোনা লুট। শনিবারের ঘটনা। ব্যাঙ্ক কর্মীদের শৌচালয়ে আটকে তালা বন্ধ করে সোনা চুরি করে পালিয়েছেন তিন জন।

Advertisement

পুলিশ কমিশনার শঙ্কর জিওয়াল বলেন, ‘‘স্ট্রং রুমের চাবি চুরি করেন তিন অভিযুক্ত। তার পর কর্মীদের শৌচালয়ে আটকে সোনা ব্যাগে ভরে চম্পট দেন। ৩২ কেজি সোনা চুরি গিয়েছে বলে জানিয়েছেন ব্যাঙ্ক কর্মীরা।’’

পুলিশের ধারণা, অভিযুক্তদের এক জন ব্যাঙ্কেরই কর্মী। আগে থেকেই কোথায় কী রয়েছে, সব জেনেছিলেন, তার পর সেই মতো পরিকল্পনা করে চুরি করেন। চেনেন বলেই চুরি করে বেরনোর সময় নিরাপত্তারক্ষীও তাঁকে বাধা দেননি। জানিয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার টিএস আনবু। তিনি আরও জানিয়েছেন, কত টাকার সোনা চুরি হয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। তদন্তের পরই নির্দিষ্ট করে বলা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement